
ইংল্যান্ডের দাপুটে বোলিংএর সামনে ফিকে ভারতের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান সংগ্রহ করতে পেরেছে বিরাটরা। আমেদাবাদে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার জন্য ব্রিটিশদের প্রয়োজন ১২৫ রান।
এদিন শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। শুরুতেই ২ উইকেট পড়ে যায়। ওপেনার লোকেশ রাহুল মাত্র ১ রানে জোফরা আর্চারের শিকার হন। এরপরেই ভারত অধিনায়ক বিরাট কোহলি রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের রাস্তা দেখেন। বিরাটকে ফেরান আদিল রাশিদ।
ভারতের স্কোর যখন ২০ তখন ব্যাক্তিগত ৪ রান করে আউট হন রোহিত শর্মা। ঋষভ পন্থ এবং শ্রেয়স আয়ার জুটি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ঋষভ ২১ রান করেই ফিরে যান। এদিন বাইশ গজে একা ভারতের মান বাঁচালেন শ্রেয়স আয়ার। আয়ারের ৪৮ বলে ৬৭ রানের ইনিংসের দৌলতেই ১০০ রানের গন্ডি অতিক্রম করতে পেরেছে ভারত। হার্দিক পান্ডিয়া১৯ রান এবং শার্দুল ঠাকুর শূন্য রানে ফেরত যান। ওয়াশিংটন সুন্দর (৩*)এবং অক্ষর প্যাটেল(৭*) শেষে অপরাজিত থাকেন।
ইংল্যান্ডের হয়ে এদিন তিনটি উইকেট তুলে নিলেন জোফরা আর্চার। একটি করে উইকেট নেয় আদিল রাশিদ, মার্ক উড, বেন স্টোকস এবং ক্রিস জর্ডন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন