T-20: সিরিজ নির্ণায়ক ম্যাচে দাপট ভারতের, সমানে জবাব ইংল্যান্ডের

ভারতীয় ব্যাটসম্যানদের তান্ডবে নাস্তানাবুদ হয়ে পড়লো ব্রিটিশ বোলাররা। আমেদাবাদে টি টোয়েন্টি সিরিজের শেষ তথা নির্ণায়ক ম্যাচে ইংল্যান্ডের সামনে ২২৫ রানের পাহাড় প্রমাণ লক্ষ্য খাড়া করলো বিরাট বাহিনী।
T-20: সিরিজ নির্ণায়ক ম্যাচে দাপট ভারতের, 
সমানে জবাব ইংল্যান্ডের
ছবি বিসিসিআই ট্যুইটার থেকে সংগৃহীত

ভারতীয় ব্যাটসম্যানদের তান্ডবে নাস্তানাবুদ হয়ে পড়লো ব্রিটিশ বোলাররা। আমেদাবাদে টি টোয়েন্টি সিরিজের শেষ তথা নির্ণায়ক ম্যাচে ইংল্যান্ডের সামনে ২২৫ রানের পাহাড় প্রমাণ লক্ষ্য খাড়া করলো বিরাট বাহিনী। রোহিত-বিরাট-সূর্যকুমার-হার্দিক প্রত্যেকেই ব্যাট হাতে ঝড় তুললেন। নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৯১ রান।

আমেদাবাদে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। আর প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে শুরুটা দুরন্ত করে দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং বিরাট কোহলি। কোহলি একদিকে ধরে রাখেন, অন্যদিকে মারকাটারি ব্যাটিং শুরু করেন রো-হিটম্যান। প্রথম উইকেটে ৯৪ রান যোগ করেন এই জুটি। যার মধ্যে রোহিত ৩৪ বলে ৬৪ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো রয়েছে ৪ টি বাউন্ডারি এবং ৫ টি বিশাল ওভার বাউন্ডারির মাধ্যমে।

রোহিত ফিরে যাওয়ার পর বিরাট এবং সূর্যকুমার জুটি একই ছন্দে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কেরিয়ারের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে সূর্যকুমার যাদব তিনটি চার এবং দুটি ছক্কার মাধ্যমে ১৭ বলে ৩২ রান করেন।

রোহিত ও যাদব ফিরে যাওয়ার পর আর উইকেট খোয়াতে হয়নি ভারতকে। বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া নির্ধারিত ২০ ওভার শেষ করেই মাঠ ছাড়েন। ভারত অধিনায়ক এদিন অপরাজিত থাকলেন ৫২ বলে ৮০* রানের অনবদ্য এক ইনিংস খেলে। বিরাটের ইনিংসে রয়েছে ৭ টি বাউন্ডারি এবং ২ টি ওভার বাউন্ডারি। অন্যদিকে হার্দিক পান্ডিয়া ৪ টি বাউন্ডারি এবং ২ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ১৭ বলে ৩৯* রানে অপরাজিত থাকেন।

ইংল্যান্ডের হয়ে এদিন একটি করে উইকেট নেয় বেন স্টোকস এবং আদিল রাশিদ। স্টোকস ফেরান রোহিতকে এবং রাশিদ ফেরান সূর্যকুমারকে। এছাড়া কোনো বোলার পাত্তাই পায়নি ভারতের টপ অর্ডারের কাছে। ইংল্যান্ডকে সিরিজ জয়ের জন্য নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করতে হবে ২২৫ রান।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in