

রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ-র সহ সভাপতি নির্বাচিত হলেন সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস। সৌরভ আর স্বরূপ আগেই ছিলেন, এবারে এলেন আর একজন - দিলীপ নারায়ন সাহা।
মঙ্গলবার নব নির্বাচিত গভর্নিং বডির প্রথম সভায় সংস্থার সহ সভাপতি পদে এই তিন জনের নাম প্রস্তাব করেন গভর্নিং বডির সদস্য চন্দন লৌহ। প্রস্তাব সমর্থন করেন গভর্নিং বডির আরেক সদস্য শঙ্কর খাঁড়া। সহ সভাপতি পদে বিকল্প কোনও নাম প্রস্তাবিত না হওয়ায় সর্ব সম্মতিক্রমে তিন জন নির্বাচিত হলেন।
গভর্নিং বডির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, সহ সচিব বিশ্বজিৎ ভাদুড়ী, রাকেশ ঝাঁ, সুদেষ্ণা মুখার্জী, মহম্মদ জামাল ও কার্যকরী সচিব সুফল রঞ্জন গিরি।
অনির্বাণ দত্ত বলেন, 'আইএফএ একটা পরিবার। সৌরভ আর স্বরূপ গতবার ছিল, এবারও এলো। আর দিলীপবাবু দীর্ঘদিন ময়দানের মানুষ। ভালো হবে বাংলার ফুটবলের।' তবে এতকিছুর মাঝে সৌরভ আর স্বরূপের সঙ্গে সচিবের ঠান্ডা লড়াই কিন্তু বজায় আছেই। সচিব অনির্বাণ দত্তর নানা সিদ্ধান্তর বিরুদ্ধে অতীতে বহুবার মুখ খোলেন স্বরূপ আর সৌরভ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন