AIFF: সুপ্রিম কোর্টের নির্দেশে গদিচ্যুত হলেন প্রফুল প্যাটেল

আপাতত তিন সদস্যের কমিটির ওপর AIFF-এর সমস্ত দায়িত্ব থাকবে। কমিটিতে রয়েছেন প্রাক্তন বিচারপতি অনিল দাভে, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ডক্টর এসওয়াই কুরেশি এবং প্রাক্তন গোলকিপার ভাস্কর গঙ্গোপাধ্যায়।
প্রফুল প্যাটেল
প্রফুল প্যাটেলছবি সংগৃহীত

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে(AIFF) শেষ হলো প্রফুল প্যাটেলের জামানা। দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে প্রেসিডেন্ট পদে থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে গদিচ্যুত হলেন প্রফুল প্যাটেল ও তাঁর কমিটি।

ফুটবল ফেডারেশনের নির্বাচন করার সময় পেরিয়ে দুই বছর হয়ে গেলেও, কোনোরকম নির্বাচনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিলো না। রাজনৈতিক দিক নিয়ে বহুদিন ধরেই চলছিলো টানাপোড়েন। অবশেষে দীর্ঘদিন পর সুপ্রিম কোর্ট তাদের সিদ্ধান্ত জানিয়েছে। দেশের সর্বোচ্চ আদালত বুধবার জানিয়ে দিয়েছে, এআইএফএফ-এর নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট নিযুক্ত তিন সদস্যের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের ওপর থাকবে সমস্ত কর্মকান্ডের দায়িত্ব। তিন সদস্যের কমিটিতে রয়েছেন প্রাক্তন বিচারপতি অনিল কুমার দাভে, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ডক্টর এসওয়াই কুরেশি এবং ভারতের প্রাক্তন গোলকিপার ভাস্কর গঙ্গোপাধ্যায়।

সুপ্রিম কোর্টের তরফে তিন সদস্যের এই কমিটিকে যত দ্রুত সম্ভব ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া আয়োজন এবং সম্পন্ন করার দায়ভারও দেওয়া হয়েছে। পাশাপাশি, সুপ্রিম কোর্ট ৩০ জুনের মধ্যে ফেডারেশনকে সংবিধান সংশোধন করে নির্বাচন করার আদেশও দিয়ে রেখেছে।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে ফেডারেশনের প্রেসিডেন্ট থাকার পর, ২০২০ সালের ডিসেম্বরেই প্রফুলের মেয়াদ শেষ হয়ে যায়। সর্বাধিক ১২ বছর দায়িত্বে থাকার সময়সীমা অতিক্রম হয়ে গেলেও ফেডারেশনের পক্ষ থেকে আর কোনো নির্বাচন হয়নি। অবশেষে সুপ্রিম কোর্টের তরফ থেকে দ্রুত নির্বাচনের নির্দেশ দেওয়া হলো। প্রফুল প্যাটেল নতুন নির্বাচনে আর অংশ নিতে পারবেন না। তাই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন পাবে নতুন প্রেসিডেন্ট।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in