স্টিফেন কনস্টানটাইন
স্টিফেন কনস্টানটাইনছবি - ইস্টবেঙ্গল এফ সি-র ফেসবুক পেজ

Super Cup 2023: সুপার কাপের সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ লাল-হলুদ কোচের

স্টিফেন বললেন, 'একই মাঠে আটটা টিমের অনুশীলন হবে। এটা ঠিক না । আইএসএলের ফরম্যাট যতটা স্বচ্ছ সেই তুলনায় সুপার কাপের ফরম্যাটে সমস্যা রয়েছে।
Published on

রবিবার সুপার কাপের যাত্রা শুরু করছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ওড়িশা এফসি। ওড়িশার কাছে ২ বারই আইএসএলে হারতে হয়েছে লাল হলুদকে। যদিও সুপার কাপে ভালো দল পারফরম্যান্স করলেও চাকরি থাকবে না লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইনের।

লাল হলুদের কোচের দৌড়ে এগিয়ে সার্জিও লোবেরা। যদিও সুপার কাপে ভালো পারফরম্যান্স করতে মরিয়া স্টিফেন। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে সূচি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন লালহলুদ কোচ।

একইসঙ্গে স্টিফেন বললেন, 'একই মাঠে আটটা টিমের অনুশীলন হবে। এটা ঠিক না। আইএসএলের ফরম্যাট যতটা স্বচ্ছ সেই তুলনায় সুপার কাপের ফরম্যাটে সমস্যা রয়েছে।" তাঁর প্রশ্ন, "এটা কাপ তবে কেন নক-আউট ফরম্যাট?" তবে এত কিছু খারাপের মধ্যেও সুপার কাপের ভালো দিকও খুঁজে পেয়েছেন তিনি। সুপার কাপে যে এএফসি স্লট রয়েছে এ ব্যাপারে বেশ খুশি স্টিফেন কনস্টানটাইন।

লাল-হলুদের পরের দুটি ম্যাচ ১৩ ও ১৭ এপ্রিল যথাক্রমে হায়দরাবাদ এফসি ও আইজল এফসি–র বিরুদ্ধে। অন্যদিকে, আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান সোমবার মাঠে নামবে গোকুলাম কেরালার বিরুদ্ধে।

স্টিফেন কনস্টানটাইন
Super Cup 2023: গোকুলাম কেরালার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার কাপের যাত্রা শুরু করছে মোহনবাগান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in