ISL: পরিসংখ্যানে এগিয়ে এটিকে মোহনবাগান, ছেড়ে কথা বলবে না ব্যাঙ্গালুরুও, শেষ হাসি হাসবে কোন দল?

২০২১ সালে যা হয়নি, ২০২৩-এ সেটাই করতে চাইবে এটিকে মোহনবাগান। অন্যদিকে, শিরোপা জিততে বদ্ধপরিকর সুনীল ছেত্রীরাও।
ফাইনালে মুখোমুখি এগিয়ে এটিকে মোহনবাগান
ফাইনালে মুখোমুখি এগিয়ে এটিকে মোহনবাগানছবি - এটিকে মোহনবাগানের ফেসবুক পেজ

শনিবার ইন্ডিয়ান সুপার লীগের মেগা ফাইনাল। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান এবং ব্যাঙ্গালুরু এফসি। এই লড়াই ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে দুই দলের সমর্থকদের মধ্যে। ২০২১ সালে যা হয়নি, ২০২৩-এ সেটাই করতে চাইবে এটিকে মোহনবাগান। অন্যদিকে, শিরোপা জিততে বদ্ধপরিকর সুনীল ছেত্রীরাও।

চলতি মরসুমে দুই দলই অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছে। নানা বাধা পেরিয়ে অবশেষে শিরোপা জয়ের দোরগোড়ায় দুই দল। কোনো দলই এক সূচাগ্র জমি ছাড়বেনা তা স্পষ্ট। দুই দলই শিরোপা জিততে মরিয়া। শেষ মুহূর্তের প্রস্তুতি এবং গেম প্ল্যান সেরে নিতে ব্যস্ত। আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক মুখোমুখি পরিসংখ্যানে কোন দলের ফলাফল কেমন।

এর আগে ইন্ডিয়ান সুপার লীগে যে কয়েক বার দুই দলের দ্বৈরথ হয়েছে, প্রতি বারই ম্যাচ ছিল টান টান উত্তেজনার। চলতি মরশুমে প্রথম লেগে দিমিত্রি পেত্রাতোসের গোলে জয় পায় মেরিনার্সরা। গত মাসে ফিরতি লিগে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে বদলা নেন সুনীল ছেত্রীরা। আইএসএলের মঞ্চে তিন বছরে মোট ৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ৪ বার জিতেছে এটিকে মোহনবাগান এবং ১ বার জয় পেয়েছে ব্যাঙ্গালুরু এফসি। একটি ম্যাচ ড্র-তে নিষ্পত্তি ঘটেছে।

২০২০-২১ সালে প্রথমবারের সাক্ষাতে দুই লেগেই ব্যাঙ্গালুরুকে হারিয়েছিল এটিকে মোহনবাগান। প্রথম ম্যাচে ডেভিড উইলিয়ামসের গোলে ১-০ ব্যবধানে এবং দ্বিতীয় ম্যাচে রয় কৃষ্ণা এবং মার্সেলিনিওর গোলে ২-০ ব্যবধানে ম্যাচ জিতেছিল মেরিনার্সরা। এরপর এএফসি কাপে দুই দলের দেখা হয়। সেখানেও ব্যাঙ্গালুরুকে হারায় কলকাতার দলটি।

২০২১-২২ মরশুমে দুটি ম্যাচের প্রথমটি ড্র হয় ৩-৩ গোলে। দ্বিতীয় ম্যাচে ২-০ ব্যবধানে জেতে এটিকে মোহনবাগান। বাগানের হয়ে দ্বিতীয় ম্যাচে গোল করেছিলেন মানবীর সিং এবং লিস্টন কোলাসো। চলতি মরশুমেই প্রথম মেরিনার্সদের বিপক্ষে জয় পেয়েছে ব্যাঙ্গালুরু। প্রথম ম্যাচে দিমিত্রির গোলে সুনীলদের হারিয়েছিল বাগান। পরের ম্যাচে যুবভারতীতে এটিকে মোহনবাগানেরই প্রাক্তন ফুটবলার রয় কৃষ্ণা ও হাভি হার্নান্ডেজের গোলে জয় পেয়েছিল ব্যাঙ্গালুরু এফসি। খেলার ফল হয়েছিল ২-১। মোহনবাগানের হয়ে গোল করেছিলেন দিমিত্রি। এবার দুই দল মুখোমুখি হচ্ছে শিরোপার লড়াইয়ে।

ফাইনালে মুখোমুখি এগিয়ে এটিকে মোহনবাগান
UCL: লিভারপুলকে হারিয়ে শেষ আটে রিয়াল, নিজেদের ইতিহাসে প্রথমবার কোয়ার্টারে নাপোলি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in