All England Open 2023: ফরাসি তারকা তোমা পোপোভকে হারালেন শ্রীকান্ত

প্রথম রাউন্ডে হেরেও এদিন দুর্দান্ত কামব্যাক করে ম্যাচ জিতলেন শ্রীকান্ত। ভারতীয় তারকার পক্ষে ম্যাচের ফলাফল ১৯-২১, ২১-১৪, ২১-৫।
শ্রীকান্ত
শ্রীকান্তছবি - সংগৃহীত

অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রথম রাউন্ডে জয় তুলে নিলেন কিদাম্বি শ্রীকান্ত। ভারতের তারকা শাটলার হারালেন ফ্রান্সের তোমা পোপোভকে। প্রথম রাউন্ডে হেরেও এদিন দুর্দান্ত কামব্যাক করে ম্যাচ জিতলেন শ্রীকান্ত। ভারতীয় তারকার পক্ষে ম্যাচের ফলাফল ১৯-২১, ২১-১৪, ২১-৫।

ব্যাডমিন্টনের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের প্রথম রাউন্ডে শুরুটা অবশ্য ভালো হয়নি শ্রীকান্তের। ফ্রান্সের ২৪ বর্ষীয় শাটলার প্রথম গেমে র‍্যালি করে ম্যাচ জিতে নেন। তবে অভিজ্ঞতায় অনেকটাই এগিয়ে থাকা শ্রীকান্ত শেষ দুই সেটে দাপট দেখিয়েই ম্যাচ জিতলেন।

বর্তমানে বিশ্ব ক্রমতালিকায় ফরাসি পোপোভ রয়েছেন ২৫ নম্বরে এবং শ্রীকান্ত ২২ নম্বরে। দুজনের লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা একপ্রকার নিশ্চিতই ছিল। প্রথম দুই সেটে বেশ লড়াই হয়। দ্বিতীয় সেটে পোপোভকে ২১-১৪ ব্যবধানে হারিয়ে সমতা ফিরে পায় শ্রীকান্ত। তবে তৃতীয় সেটে প্রতিপক্ষকে মেরুদন্ড সোজা করে দাঁড়াতেই দেননি ভারতীয় শাটলার। একতরফা ভাবে ২১-৫ গেমে নির্ণায়ক ম্যাচ জিতে নেন।

বৃহস্পতিবারই দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নামছেন শ্রীকান্ত। যেখানে তাঁর প্রতিপক্ষ জাপানি খেলোয়াড় কোদাই নারাওকা। পুরুষদের সিঙ্গলসের প্রথম ম্যাচে চাইনিজ ব্যাডমিন্টন খেলোয়াড় লু গুয়াংজুর বিরুদ্ধে ওয়াক ওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন।

শ্রীকান্ত
UCL: লিভারপুলকে হারিয়ে শেষ আটে রিয়াল, নিজেদের ইতিহাসে প্রথমবার কোয়ার্টারে নাপোলি

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in