Sridharan Sriram: এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কোচ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের হয়ে ৮ টি ওডিআই ম্যাচ খেলেছেন শ্রীরাম। দীর্ঘদিন ধরে তিনি পালন করেছেন অস্ট্রেলিয়ার সহকারী এবং স্পিন-বোলিং কোচের দায়িত্ব।
শ্রীধরন শ্রীরাম
শ্রীধরন শ্রীরামফাইল ছবি
Published on

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। তারপরেই অস্ট্রেলিয়ার মাটিতে আসর বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই দুই বড় টুর্নামেন্টের জন্য বাংলাদেশের কোচ হচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম। রাসেল ডমিঙ্গো আপাতত টেস্ট দলকেই গাইড করবেন।

'দ্য ডেইলি স্টার' পত্রিকার একটি প্রতিবেদনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা শ্রীরামের নিয়োগ নিশ্চিত করে বলেন,"হ্যাঁ, আমরা বিশ্বকাপ পর্যন্ত শ্রীরামকে বেছে নিয়েছি। যেহেতু আমরা নতুন মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছি, এশিয়া কাপ থেকে নতুন কোচ দেখা যাবে। আর যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপই আমাদের প্রধান টার্গেট, তাই তিনি (নতুন কোচ) না থাকলে মানিয়ে নেওয়ার সময় পাওয়া যাবে না।"

এশিয়া কাপের আগে হাতে গোনা কয়েকদিন রয়েছে। এতো অল্প সময়ে নতুন কোচের নিয়োগ প্রসঙ্গে ওই কর্মকর্তা জানিয়েছেন, "অনেকেই হয়তো বলতে পারেন যে এশিয়া কাপের খুব বেশি বাকি নেই। তবে আমি যেমন বলেছি, আমাদের মূল ফোকাস টি-টোয়েন্টি বিশ্বকাপ।"

২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের হয়ে ৮ টি ওডিআই ম্যাচ খেলেছেন শ্রীরাম। দীর্ঘদিন ধরে তিনি পালন করেছেন অস্ট্রেলিয়ার সহকারী এবং স্পিন-বোলিং কোচের দায়িত্ব। ড্যারেন ল্যেমানের অধীনে ২০১৬ সালে অস্ট্রেলিয়া দলের স্পিন বোলিং কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিলো তাঁকে। টানা ছ’বছর এই দায়িত্বে থাকার পর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে কাজ করার জন্য সম্প্রতি অস্ট্রেলিয়া দলের হয়ে পদত্যাগ করেছেন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in