Sri Lanka: ১৮ জন ক্রিকেটারের সঙ্গে চুক্তি, বাদ প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড এদিন ট্যুইট করে জানায়, "শ্রীলঙ্কান ক্রিকেট ঘোষণা করছে যে ১৮ জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করেছেন। ১ লা আগস্ট ২০২১ থেকে এই চুক্তির মেয়াদ শুরু হয়েছে।
অ্যাঞ্জেলো ম্যাথিউস
অ্যাঞ্জেলো ম্যাথিউসফাইল ছবি ক্রিকেটার ডট কমের সৌজন্যে

বেশ কয়েকমাস ধরেই কেন্দ্রীয় চুক্তি নিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে ঝামেলা চলেছিলো দ্বীপরাষ্ট্রের ক্রিকেটারদের। এই চুক্তির জন্য গত মাসে ভারতের বিরুদ্ধে সিরিজে অংশ নেয়নি শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। ম্যাথিউস সহ অনেক ক্রিকেটারই কেন্দ্রীয় চুক্তিপত্রে স্বাক্ষর করতে রাজি ছিলেন না। তাই বিভিন্ন সিরিজে আলাদা আলাদা দল গঠন করতে হয়েছিলো লঙ্কান বোর্ডকে। অবশেষে জট কটলো সেই সমস্যার। মোট ১৮ জন ক্রিকেটারকে চুক্তিপত্রে সই করিয়াছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। তবে এই চুক্তিবদ্ধ ১৮ জন ক্রিকেটারের তালিকায় নাম নেই দলের প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড এদিন ট্যুইট করে জানায়, "শ্রীলঙ্কান ক্রিকেট ঘোষণা করছে যে ১৮ জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করেছেন। ১ লা আগস্ট ২০২১ থেকে এই চুক্তির মেয়াদ শুরু হয়েছে। এই নতুন চুক্তি পাঁচ মাসের জন্য কার্যকর করা হয়েছে। ২০২১ সালের ৩১ ডিসেম্বর এই চুক্তি শেষ হবে।"

অর্থাৎ আগামী পাঁচ মাসের সংক্ষিপ্ত পিরিয়ডের জন্য ১৮ জন ক্রিকেটারের সাথে চুক্তি করেছে লঙ্কান বোর্ড। ২০২২ সালের শুরুতে আবার নতুন চুক্তি স্বাক্ষর করা হবে।

চুক্তিবদ্ধ ১৮ ক্রিকেটারের নাম :- ধনঞ্জয়া ডি'সিলভা, কুশল পেরেরা, দিমুথ করুণারত্নে, সুরঙ্গ লাকমল, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লসিথ এম্বুলদেনিয়া, পাথুম নিশঙ্কা, লাহিরু থিরিমানে, দুষ্মন্ত চামিরা, দীনেশ চান্দিমাল, লক্ষ্মণ সান্দাকান, বিশ্ব ফার্নান্ডো, ওশাদা ফার্নান্ডো, রমেশ মেন্ডিস, লাহিরু কুমারা, আশেন বান্দারা, আকিলা ধনঞ্জয়।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in