Sourav Ganguly: বাড়ি থেকেই চুরি হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মোবাইল

People's Reporter: ইতিমধ্যেই ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন সৌরভ। ফোনটিকে দ্রুত খুঁজে দেওয়ার এবং ফোনে থাকা তথ্য যাতে কোনও ভাবে ফাঁস না হয়ে যায় তার অনুরোধ করেছেন সৌরভ।
সৌরভ গাঙ্গুলী
সৌরভ গাঙ্গুলী ফাইল ছবি সৌরভ গাঙ্গুলীর ইন্সটাগ্রাম-এর সৌজন্যে

মোবাইল চুরি হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাও আবার নিজের বাড়ি থেকেই। ফোনের মূল্য লাখ টাকার উপর বলে জানা গেছে। ইতিমধ্যেই ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন সৌরভ।

ঠাকুরপুকুর থানার অফিসার-ইন-চার্জের উদ্দেশে একটি চিঠি লিখেছেন সৌরভ। চিঠিতে তিনি লিখেছেন, ফোন হারিয়ে যাওয়ায় তিনি উদ্বিগ্ন। কারণ সেই ফোনে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি বেশ কিছু অ্যাকাউন্টের ‘অ্যাক্সেস’ রয়েছে। ফোনটিকে দ্রুত খুঁজে দেওয়ার এবং ফোনে থাকা তথ্য যাতে কোনও ভাবে ফাঁস না হয়ে যায় তার অনুরোধ করেছেন সৌরভ।

এদিন সৌরভের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচাৰ্যর সঙ্গে পিপলস রিপোর্টার যোগাযোগ করলে তিনি জানান,'দাদার ওই ফোনে অনেক গুরুত্বপূর্ণ নম্বর রয়েছে। সমস্ত অনলাইনে টাকা ট্রান্সফার ওই মোবাইল থেকেই হত। সেই কারণে আমরা খুব চিন্তায় আছি।'

শহরের বাইরে ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। জানা গেছে, শনিবার ফিরে বাড়ির একটি জায়গায় নিজের ফোনটি রেখেছিলেন। সকাল ১১.৩০ নাগাদ শেষবার ফোনটি দেখেছিলেন তিনি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in