CWG: রূপো জিতলেন সুশীলা দেবী, দেশের প্রথম জুডোকা হিসেবে গেমসে জোড়া পদক জয়ের নজির মণিপুরী কন্যার

২০১৪ সালের কমনওয়েলথ গেমসেও রূপো জিতেছিলেন সুশীলা দেবী। দেশের প্রথম জুডোকা হিসাবে কমনওয়েলথে জোড়া পদক জয়ের নজির গড়লেন মণিপুরী কন্যা। এর আগে কোনো জুডোকা ভারতের হয়ে এই কীর্তি অর্জন করতে পারেননি।
সুশীলা দেবী
সুশীলা দেবীছবি সৌজন্যে SAI Media ট্যুইটার হ্যান্ডেল
Published on

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতকে সপ্তম পদক এনে দিলেন দেশের তারকা জুডোকা সুশীলা দেবী। মহিলাদের ৪৮ কেজি বিভাগে রূপো জিতলেন তিনি। সেমিফাইনালে দুর্দান্ত প্রদর্শন করা সুশীলাকেই সোনার জন্য ফেভারিট হিসেবে ধরা হয়েছিলো। তবে অল্পের জন্য দক্ষিণ আফ্রিকার মাইকেলা হোয়াইটবুইয়ের কাছে হারতে হলো তাঁকে।

২০১৪ সালের কমনওয়েলথ গেমসেও রূপো জিতেছিলেন সুশীলা দেবী। দেশের প্রথম জুডোকা হিসাবে কমনওয়েলথে জোড়া পদক জয়ের নজির গড়লেন মণিপুরী কন্যা। এর আগে কোনো জুডোকা ভারতের হয়ে এই কীর্তি অর্জন করতে পারেননি।

আজ বিকেলেই ৪৮ কেজি বিভাগের শীর্ষ বাছাই মরিশাসের প্রিসসিলা মোরান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন সুশীলা। নিশ্চিত করেন দেশের জন্য নিদেনপক্ষে রূপো। তাঁর হাত ধরে দেশবাসী সোনা জয়ের স্বপ্ন দেখলেও রূপো জিতে দেশকে গৌরবান্বিত করলেন তিনি।

ভারতের প্রথম ৬ টি পদক এসেছিলো ভারোত্তোলন থেকে। এবার তার বাইরে থেকে প্রথম পদক জয় দেশের। মহিলাদের ৪৮ কেজি বিভাগের জুডোতে রূপো এনে দিলেন সুশীলা দেবী। এছাড়া মহিলাদের লন বলেও নিদেনপক্ষে রূপো নিশ্চিত করেছে ভারতীয় মহিলা দল।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in