
মঙ্গলবার এশিয়া কাপের জন্য দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই। টি-টোয়েন্টি ফরম্যাটে ম্যাচ হওয়ায় স্বাভাবিকভাবেই এই কাপে নেতৃত্ব দেবেন সূর্য কুমার যাদব। কিন্তু দল নির্বাচনের আগে প্রশ্ন উঠছে ফর্মে থাকা শুভমন গিল কি এশিয়া কাপে দলে থাকবেন? এমনকি জানা যাচ্ছে, ভারতীয় টেস্ট অধিনায়কের জন্য তিন নম্বর পজিশন রাখার ব্যাপারে আলোচনাও হয়েছিল। কিন্তু এর ফলে বাদ পড়তেন তরুণ ক্রিকেটার।
টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্সের পর নির্বাচকরা এই জুটিকে ওপেনার হিসেবে রাখতে চাইছেন। তবে তিন নম্বরে তিলক বর্মার জায়গায় শুভমনকে নেওয়া যায় কিনা, সেটা নিয়ে আলোচনা চলে। কিন্তু টিম ম্যানেজমেন্ট এটা নিয়ে খুব বেশি চিন্তা করেনি। তারা জানিয়েছে, এমনটা হলে বাঁহাতি ব্যাটারের প্রতি অন্যায় হবে। উল্লেখ্য, এই মুহূর্তে টি-টোয়েন্টির ক্রমতালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিলক বর্মা।
একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিলক বর্মাকে বাদ দিয়ে তাঁর জায়গায় শুভমন গিলকে বেছে নেওয়ার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টকে পরামর্শ দেওয়া হয়েছিল। যদিও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, "গিলকে নেওয়া হলে তিনি টপ অর্ডারেই ব্যাটিং করবেন। তবে যদি টপ অর্ডারে খেলার সুযোগ না পান, তাহলে তাঁকে দলে নেওয়ার কোনও অর্থ নেই। গিল যদি ওপেনিংয়ে নামে, তাহলে সঞ্জুর প্রতি অবিচার হবে। এই উইকেটকিপার-ব্যাটার অতীতে অসাধারণ খেলেছেন। গিল দলে ঢুকলে সঞ্জুকে জায়গা ছাড়তে হবে"।
অন্যদিকে, যশস্বী জয়সওযালকে তৃতীয় ওপেনার হিসেবে নেওয়ার কথা হচ্ছে। ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অংশ থাকলেও একটিও ম্যাচ খেলননি যশস্বী। তাঁর জায়গায় গিলকে নেওয়ার কথা হয়েছিল, তবে সেই পরামর্শও খারিজ হয়ে গেছে মনে করা হচ্ছে।
এর আগে শেষবারের মতো গিল টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪-এর জুলাই মাসে শ্রীলংকার বিরুদ্ধে পারল্লেকেলেতে। আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে ছিলেন গিল। ৬৫০ রান করেছিলেন গোটা সিজেন জুড়ে।
সম্প্রতি ভারতের টেস্ট অধিনায়ক হয়েছেন শুভমন গিল। ইংল্যান্ডের বিপক্ষে ২-২ তে সিরিজ ড্র করে ফিরেছেন। এরপর থেকেই গুঞ্জন উঠেছিল, তিনটে ফরম্যাটেই অধিনায়ক করা হবে গিলকে। যদিও আপাতত বাকি দুই ফরম্যাটে পুরানো অধিনায়ক দিয়েই কাজ চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এখন দেখার এশিয়া কাপে দুবাই যাওয়ার ফ্লাইটে চড়েন কিনা গিল! ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হতে চলেছে এশিয়া কাপ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন