Paris Paralympics: প্যারালিম্পিকের আগে ধাক্কা ভারতের, ডোপিং-র দায়ে নির্বাসিত গতবারের সোনাজয়ী শাটলার!

People's Reporter: আগামী ২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে প্যারিস প্যারালিম্পিক। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু তার আগেই ভারতের জন্য খারাপ খবর।
প্রমোদ ভগত
প্রমোদ ভগতছবি - সংগৃহীত
Published on

আসন্ন প্যারালিম্পিকে অংশ নিতে পারবেন না গতবারের সোনাজয়ী ভারতীয় শাটলার প্রমোদ ভগত। ডোপিং-র দায়ে ১৮ মাস নির্বাসিত হয়েছেন এই ক্রীড়াবিদ।

আগামী ২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে প্যারিস প্যারালিম্পিক। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু তার আগেই ভারতের জন্য খারাপ খবর। ডোপিং পরীক্ষায় ব্যর্থ হয়ে ১৮ মাস নির্বাসনের শাস্তি পেলেন প্রমোদ। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন জানায়, "এক বছরে তিন বার অ্যান্টি-ডোপিং-র নিয়ম ভেঙেছেন প্রমোদ। তিনি বেশকিছু নিষিদ্ধ ওষুধ নিয়েছিলেন। যা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন মান্যতা দেয় না। তাই ১৮ মাসের জন্য তাঁকে নির্বাসিত করা হল"।

প্রসঙ্গত, ২০২০ টোকিও প্যারালিম্পিক্সে গ্রেট ব্রিটেনের প্রতিপক্ষকে ২১-১৪ এবং ২১-১৭ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছিলেন প্রমোদ। এছাড়া ২০২২ এবং ২০১৮ এশিয়ান প্যারা গেমসে সোনা জিতেছিলেন এই ভারতীয় শাটলার। এমনকি চলতি বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে পুরুষদের সিঙ্গেলসে সোনা জেতেন প্রমোদ। এমন একজন তারকা শাটলারকে না পাওয়া সত্যিই ভারতের জন্য খারাপ খবর।

প্রমোদ ভগত
অলিম্পিক প্রস্তুতির জন্য ১.৫ কোটি টাকা দিয়েছে কেন্দ্র! 'মিথ্যা' - দাবি অশ্বিনী পোনাপ্পার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in