

১৪ বছরের ক্রিকেট জীবনের ইতি টানলেন ভারতের বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান। শনিবার সোশ্যাল মিডিয়ায় নিজের অবসর ঘোষণা করেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। দুঃখ না পেয়ে বরং আগামী জীবন আনন্দের সাথে কাটানোর বার্তা দিলেন ভারতীয় ক্রিকেটের 'গব্বর সিং'।
২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে (ODI) অভিষেক হয় শিখরের। তারপর থেকে দীর্ঘ পথ চলা। সেই কেরিয়ারের ইতি টানলেন তিনি। সাম্প্রতিক কালে ভারতীয় দলে তেমন জায়গা পাচ্ছিলেন না শিখর। ২০২২ সালে ডিসেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের হয়ে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন তিনি।
শনিবার এক ভিডিও বার্তায় শিখর বলেন, "আজ এমন একটি জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে পিছনে তাকালে শুধু স্মৃতি আর সামনে দেখলে গোটা দুনিয়া দেখতে পাচ্ছি। আমি সবসময় চেয়েছিলাম ভারতের হয়ে খেলতে। সেই স্বপ্ন পূরণ হয়েছে। যাঁরা আমাকে সমর্থন করেছেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার ক্রিকেট জার্নিতে দল নয়, আমি আরও একটি পরিবার পেয়েছিলাম"।
তিনি আরও জানান, "দেশের হয়ে খেলতে পেরে আমি খুব খুশি। নিজেকে বোঝালাম যে দেশের হয়ে আর খেলতে পারব না ভেবে কষ্ট না পেয়ে দেশের হয়ে খেলতে পেরেছিলাম ভেবে আনন্দে থাকা উচিত। আমি আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিলাম"।
উল্লেখ্য, ভারতের হয়ে ১৬৭টি ওয়ানডে, ৩৪টি টেস্ট এবং ৬৮টি টি-টোয়েন্টি খেলেছেন ধাওয়ান। দেশের হয়ে ৩টি ফরম্যাটে মোট ১০,৮৬৭ রান করেছেন তিনি। ওয়ান ডে তে ৬৭৯৩ রান, টেস্টে ২৩১৫ রান এবং টি-২০ তে ১৭৫৯ রান করেছেন তিনি। মোট ২৪টি শতরান ও ৫৫টি অর্ধশতরানের মালিক তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন