

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন নাজমুল হাসান শান্তো। ঢাকার শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৪৬ রান করেছিলেন শান্তো। দ্বিতীয় ইনিংসে করলেন ১২৪ রান। দুই ইনিংসেই সেঞ্চুরি করে বিরল এক নজির গড়লেন বাংলাদেশী তারকা। মাত্র দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির নজির গড়লেন তিনি।
২০১৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ ও দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেছিলেন মমিনুল হক। প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির নজির গড়েছিলেন মমিনুল। তাঁর সেই রেকর্ডে ভাগ বসালেন নাজমুল।
আফগানিস্তান টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৮২ রান তোলে বাংলাদেশ। ১৭৫ বলে ১৪৬ রান করেন শান্তো। এছাড়াও মহমদুল হাসান জয় ৭৬ রান, মুশফিক রহিম ৪৭ রান এবং মেহেদী হাসান মিরাজ ৪৮ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় ১৪৬ রানে। দ্বিতীয় ইনিংসে প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটের বিনিময়ে ৩৭৫ রান। আফগানদের সামনে রানের পাহাড় গড়ছেন টাইগার্সরা। এখনও পর্যন্ত ৬১৩ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে নাজমুল হাসান শান্তো ১৫১ বলে ১২৪ রান করেছেন। ৭১ রান করেছেন জাকির হোসেন। আর সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন মমিনুল হক(৯৪*) এবং অর্ধশতরানের সামনে লিটন দাস (৪৭)।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন