আইনি জটিলতায় দেশের তারকা পেসার, বিশ্বকাপের আগেই গ্রেফতার হতে পারেন শামি!

শামির বিরুদ্ধে জারি করা হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। তবে পাল্টা আবেদন করে সেই রায়ে স্থগিতাদেশ পেয়েছিলেন তিনি।
মহম্মদ শামি
মহম্মদ শামিফাইল ছবি

আইনি জটিলতার মুখে পড়েছেন দেশের তারকা পেসার মহম্মদ শামি। একাধিক অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। সেই ইস্যুতেই বিশ্বকাপের আগে চাপে পড়লেন বাংলার এই পেসার। আর মাত্র তিন মাস পরেই বিশ্বকাপ। কিন্তু পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, বিশ্বকাপের আগেই গ্রেফতার হতে পারেন শামি।

শামির বিরুদ্ধে জারি করা হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। তবে পাল্টা আবেদন করে সেই রায়ে স্থগিতাদেশ পেয়েছিলেন তিনি। এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে আলিপুর সেশন আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে, এক মাসের মধ্যে এই সমস্যার সমাধান করার। যদি তার মধ্যে সমস্যা মিটিয়ে ফেলা সম্ভব না হয়, তা হলে স্থগিতাদেশের ব্যাপারে নতুন করে ভাবতে বলা হয়েছে। বৃহস্পতিবার এই রায় দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ।

সুপ্রিম কোর্টের এই রায়ের পর, আলিপুর সেশন আদালত গ্রেফতারির বিরুদ্ধে স্থগিতাদেশ তুলে নিতে পারে। ফলস্বরূপ, গ্রেফতার হতে পারেন শামি। বিশ্বকাপের আগে শামির এই আইনি জটিলতা তাঁর এবং ভারতীয় ক্রিকেটের জন্য বড় ধাক্কা হতে পারে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি পিভি নরসীমা এবং বিচারপতি মনোজ মিশ্র।

২০১৮ সালের ৮ মার্চ যাদবপুর থানায় শামির বিরুদ্ধে প্রথম অভিযোগ জানিয়েছিলেন স্ত্রী হাসিন জাহান। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা শুরু হয়েছিল আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের অধীনে। ২০১৯ সালের ২৯ অগাস্ট শামিকে গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে পাল্টা আবেদন করে গ্রেফতারির ওপর স্থগিতাদেশ পেয়েছিলেন শামি। কিন্তু সেই সময় ছিল ২০১৯ সালের ২ নভেম্বর পর্যন্ত। এরপর অবশ্য চার বছরে এই মামলার কোনো সুরাহা হয়নি। যে কারণে হাসিন জাহান আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেয় হাসিনকে। এবার সুপ্রিম কোর্টের রায়ে চাপে পড়লেন শামি।

মহম্মদ শামি
ক্রিকেটার না হলে কী হতেন ঝুলন গোস্বামী? নিজেই জানালেন সেই কথা
মহম্মদ শামি
পঞ্চায়েত ভোটের দিন ‘বিশেষ ঘোষণা’ করতে চলেছেন সৌরভ গাঙ্গুলি, টুইট করে জানালেন নিজেই

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in