
দীর্ঘ ১ বছর পরে মাঠে নেমেছিলেন মহম্মদ শামি। রঞ্জির একটা ম্যাচ সহ মুস্তাক আলি ট্রফির আরও কিছু ম্যাচের শুরু ভালোই করেছিলেন তিনি। কিন্তু ফের চোট পেলেন শামি। ফলে বর্ডার গাভাসকর সিরিজে শামির মাঠে নামা অনিশ্চিত। একইসঙ্গে তাঁর ক্রিকেট ভবিষ্যতও প্রশ্নর মুখে পড়ে গেলো।
শুক্রবার নিরঞ্জন শাহ স্টেডিয়ামে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ক্রিকেটে বাংলার খেলা ছিল মধ্যপ্রদেশের বিরুদ্ধে। সেই ম্যাচে শেষ ওভারে বোলিং করার সময় বল থামানোর চেষ্টা করতে গিয়ে মাটিতে পড়ে যান শামি। পায়ের নীচের অংশ চেপে ধরে বসে যান এই পেসার। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সের মেডিক্যাল প্যানেলের প্রধান নীতীন প্যাটেল সহ মেডিক্যাল টিম সঙ্গে সঙ্গে মাঠে ছুটে যান।
শামির চোট গুরুতর কিনা জানা যায়নি। তবে তাঁর ম্যাচ ফিটনেস নিয়ে সত্যিই প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। একই সঙ্গে প্রথম ৩ ম্যাচে জয়ের পরে শুক্রবার হারলো বাংলা। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান করে বাংলা। তবে শামির চোট আর বাংলার বোলারদের খারাপ পারফরমেন্স বাংলাকে ম্যাচ হারায়।
মধ্যপ্রদেশ ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বাংলার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন করণ লাল (৪৪)। শাহবাজ আহমেদ করেন ৩৭ রান। শামি ৪ ওভারে ৩৮ রান দিলেও কোনও উইকেট পাননি। ৩৩ রান দিয়ে উইকেট পাননি শাহবাজ আহমেদও।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন