IPL 2024: খারাপ সময়ে দলের পাশে থাকেন শাহরুখ - বরুণ চক্রবর্তী

People's Reporter: বরুণ বলেন, পাঞ্জাবের বিরুদ্ধে হারের পর ড্রেসিংরুমে এসে প্লেয়ারদের সঙ্গে এক ঘন্টা কথা বলেন শাহরুখ। সবাইকে আলিঙ্গন করেন। বলেন, পরের ম্যাচে ভালো খেলার চেষ্টা করো।
বরুণ চক্রবর্তী
বরুণ চক্রবর্তীছবি - কে কে আরের ফেসবুক পেজ

সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে লজ্জার হারের পরে লখনউ সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা প্রকাশ্যে তুলোধোনা করেন দলের অধিনায়ক কে এল রাহুলকে। সেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। গোয়েঙ্কার সাথে তুলনা চলে আসে কেকেআর মালিক শাহরুখের। শাহরুখকে কখনোই এমন আচরণ কোর্টে দেখা যায়নি। শুধু শাহরুখই নন, অন্যান্য ফ্রাঞ্চাইজির মালিকদেরও এমন আচরণ বেনজির। শাহরুখের ব্যবহার নিয়ে মুখ খুললেন কলকাতার স্পিনার বরুণ চক্রবর্তী।

এবারে শাহরুখের টিম স্পিরিটের প্রশংসা করলেন নাইট স্পিনার বরুণ চক্রবর্তী। বরুণ বলেন, 'কলকাতায় প্রায় সব ম্যাচেই মাঠে থাকছেন শাহরুখ খান। সাপোর্ট করছেন। এমনকি পাঞ্জাবের বিরুদ্ধে হারের পর ড্রেসিংরুমে এসে প্লেয়ারদের সঙ্গে এক ঘন্টা কথা বলেন শাহরুখ। সবাইকে আলিঙ্গন করেন। বলেন, ক্রিকেট প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। পরের ম্যাচে ভালো খেলার চেষ্টা করো।'

বরুণ আরও বলেন, 'পরিস্থিতি খুব ভালো ভাবে বুঝতে পারেন তিনি। ওনাকে সব কথা খুলে বলা যাচ্ছে। যার প্রভাব দলের ওপর পড়ছে।'

এদিকে প্লে অফে নাইটরা চলে গেলেও আজ মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচকে হালকাভাবে নিচ্ছেন না বরুণ। কেকেআরের মিস্ট্রি স্পিনার বলেন, 'মুম্বই চ্যাম্পিয়ন দল। ওদের হালকাভাবে নেওয়ার প্রশ্ন নেই। আমাদের ৩ টে ম্যাচ বাকি আর ৩ টেই আমরা জিততে চাই। প্লে অফে প্রথম দুইয়ে থাকতে চাই।' নাইটদের বোলিং টুর্নামেন্টে ভালো হচ্ছে না। সেই বিষয়ে বরুণ চক্রবর্তী জানালেন, 'আমরা বোলিংয়ের উপর খাটছি। কিন্তু কখনও কখনও কিছু বিষয় আমাদের উপর থাকছে না।' ইডেনে বৃষ্টির জন্য আজকের ম্যাচ এখনও শুরু করা যায়নি।

বরুণ চক্রবর্তী
IPL 2024: খুশির খবর নাইট শিবিরে, খুব শীঘ্রই কলকাতায় ফিরছেন আফগান ক্রিকেটার
বরুণ চক্রবর্তী
BCCI: দ্রাবিড় জমানার ইতি! ভারতের নতুন কোচের জন্য শীঘ্রই বিজ্ঞপ্তি জারি বিসিসিআই-র

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in