WPL 2024: দ্রুততম বল করে মহিলা ক্রিকেটে নজির প্রোটিয়া তারকার!

People's Reporter: স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দেখায় বলটির গতি ছিল ঘন্টায় ১৩২.১ কিলোমিটার। মহিলা আইপিএলের ইতিহাসে এটিই সবচেয়ে দ্রুতগতির বল।
শবনিম ইসমাইল
শবনিম ইসমাইলছবি - সংগৃহীত

মহিলা ক্রিকেটে ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার শবনিম ইসমাইল। উইমেন্স প্রিমিয়ার লিগে এই নজির সৃষ্টি করেছেন তিনি। মহিলাদের মধ্যে সবথেকে দ্রুতগতির বল করে রেকর্ড সৃষ্টি করলেন এই প্রোটিয়া তারকা।

মঙ্গলবার উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। অরুণ জেটলি স্টেসিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় মুম্বই। দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং ব্যাট করছিলেন। সেই সময় বল করেন মুম্বইয়ের শবনিম ইসমাইল। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দেখায় বলটির গতি ছিল ঘন্টায় ১৩২.১ কিলোমিটার। মহিলা আইপিএলের ইতিহাসে এটিই সবচেয়ে দ্রুতগতির বল। এমনকি মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটেও এটিই দ্রুততম বল।

আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত দ্রুততম বলের রেকর্ড রয়েছে শবনিম ইসমাইলের নামেই। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২৮.২ কিমি বেগে বল করে গোটা ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছিলেন তিনি। আবার ২০২২ সালে মহিলা বিশ্বকাপে ১২৭ কিমি বেগে বল করেছিলেন।

ম্যাচ শেষে ইসমাইল বলেন, আমি জায়ান্ট স্ক্রীনে তাকিয়ে বল করি না। কিন্তু যখন জানতে পারি এটা দ্রুততম বল তখন দারুন খুশি হয়েছি।

প্রথমে ব্যাট করে ১৯২ রান তোলে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে ১৬৩ রানেই শেষ হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস। ২৯ রানে ম্যাচ জেতে দিল্লি।

শবনিম ইসমাইল
ISL 2023-24: ডু অর ডাই ম্যাচ! ৩ পয়েন্ট পেতে গোয়ার বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নামাবে ইস্টবেঙ্গল
শবনিম ইসমাইল
UCL 2023-24: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পিএসজি, লাজিওকে হারিয়ে কোয়ার্টারে মিউনিখও

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in