PT Usha: ভারতীয় অলিম্পিক সংস্থায় 'থ্রেট কালচার'! সভাপতি পিটি ঊষার বিরুদ্ধে একজোট সংস্থার কর্তারা

People's Reporter: সূত্রের খবর, আইওএ-র ১২ জন আধিকারিক পি টি ঊষার বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ করছেন। তাঁদের অভিযোগ, যুক্তিযুক্ত কারণ ছাড়াই পি টি ঊষা একাধিক কর্তাকে শোকজ নোটিশ পাঠাচ্ছেন।
পি টি ঊষা
পি টি ঊষাছবি - সংগৃহীত
Published on

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অন্দরেও চলছে ‘থ্রেট কালচার’! পিটি ঊষার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলে সরব হলেন সংস্থার একাধিক কর্তা। যা নিয়ে উত্তপ্ত হতে পারে আইওএ-র এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক।

আরজি কর কাণ্ডের পর একটি শব্দবন্ধ বেশ প্রচলিত হয়েছে - ‘থ্রেট কালচার’ বা 'হুমকি সংস্কৃতি'। এবার এই থ্রেট কালচার চালানোর অভিযোগ উঠল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) সভাপতি পি টি ঊষার বিরুদ্ধে। সূত্রের খবর, আইওএ-র ১২ জন আধিকারিক পি টি ঊষার বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ করছেন। তাঁদের অভিযোগ, যুক্তিযুক্ত কারণ ছাড়াই পি টি ঊষা একাধিক কর্তাকে শোকজ নোটিশ পাঠাচ্ছেন। নিয়ম বহির্ভূত কাজ করে চলেছেন পি টি ঊষা। পরিমাণের তুলনায় অতিরিক্ত খরচের অভিযোগও করছেন কর্তারা।

আইওএ-র কোষাধক্ষ্য সহদেব যাদবও পি টি ঊষার বিরুদ্ধে মুখ খুলেছেন। তাঁর অভিযোগ, হুমকি দিয়ে কাজ চালাচ্ছেন পি টি ঊষা। যা মেনে নেওয়া যায় না। এইভাবে চলতে থাকলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করতে হবে।

জানা যাচ্ছে আইওএ-র অন্দরে এই বিষয়গুলি নিয়ে ক্ষোভের আগুন বাড়ছে। আইওএ-র এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। ওই বৈঠকে সভাপতির কাজ নিয়েও একাধিক প্রশ্ন উঠতে পারে বলেই জানা যাচ্ছে। সব মিলিয়ে বলা চলে আইওএ-তে বিদ্রোহের সূচনা শুধু সময়ের অপেক্ষা। এখন পি টি ঊষা পুরো বিষয়টা কীভাবে নিয়ন্ত্রণ করেন সেটাই দেখার।  

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই পিটি ঊষার বিরুদ্ধে সরব হয়েছিলেন সদ্য অবসর নেওয়া কুস্তিগীর ভীনেশ ফোগাট। তিনি বলেছিলেন, 'প্যারিসে হাসপাতালে পি টি ঊষা ম্যাম আমার সঙ্গে দেখা করে একটা ছবি তোলেন। কিন্তু বন্ধ দরজার পিছনে অনেক রাজনীতি হয়। প্যারিসেও ঠিক সেটাই হয়েছিল। পি টি ঊষা ম্যাম যখন ছবি তোলেন তখন আমি জানতামও না। আমাকে না জানিয়ে আপনি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলছেন পাশে আছি। এইভাবে তো সবকিছু হয় না'।

পি টি ঊষা
Vinesh Phogat: 'বন্ধ দরজার পিছনে অনেক রাজনীতি হয়...' - পি টি ঊষাকে নিশানা ভীনেশ ফোগাটের
পি টি ঊষা
Vinesh Phogat: কেন ডোপ টেস্ট করেননি? - ১৪ দিনের মধ্যে জবাব তলব করে ভীনেশকে নোটিশ NADA-র

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in