Sergio Ramos: চোট কাটিয়ে দলে ফিরছেন সার্জিও রামোস, বুধবার ম্যান সিটির বিপক্ষেই ঘটতে পারে অভিষেক

গত জুনে রিয়েল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে নাম লেখান রামোস। তবে এরপর থেকেই কাফ মাসেলের ইনজুরিতে ভুগছিলেন তিনি। সুস্থ হয়ে অবশ্য মাঠে নামার জন্য জোরালো প্রস্তুত চালিয়ে যাচ্ছিলেন রামোস।
সার্জিও রামোস
সার্জিও রামোসফাইল ছবি সার্জিও রামোসের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। চোট কাটিয়ে পিএসজি দলে ফিরছেন সার্জিও রামোস। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার ম্যান সিটির বিপক্ষে প্যারিসিয়েনদের জার্সিতে অভিষেক ঘটতে চলেছে বিশ্বকাপ জয়ী স্প্যানিশ ডিফেন্ডারের।

গত জুনে রিয়েল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে নাম লেখান রামোস। তবে এরপর থেকেই কাফ মাসেলের ইনজুরিতে ভুগছিলেন তিনি। সুস্থ হয়ে অবশ্য মাঠে নামার জন্য জোরালো প্রস্তুত চালিয়ে যাচ্ছিলেন রামোস। পচেত্তিনো বেশ কয়েকবার স্প্যানিশ তারকার কথা বললেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। তবে সম্ভবত এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

শুরু থেকে হয়তো ম্যান সিটির বিপক্ষে মাঠে দেখা যাবেনা রামোসকে। সেন্ট্রাল ডিফেন্সে নেতৃত্ব দেবেন মার্কুইনহোস এবং প্রেসনল কিম্পেম্বে। পরিবর্ত খেলোয়াড় হিসেবে এতিহাদে অভিষেক ঘটতে পারে তাঁর।

দেশের জার্সিতে ২০১০ বিশ্বকাপ, দুটো ইউরো কাপ, স্প্যানিশ জায়ান্ট রিয়েল মাদ্রিদের জার্সিতে চারটি চ্যাম্পিয়নস লীগ জেতা রামোসের পিএসজিতে যোগ দেওয়ায় ফুটবল বিশ্বে বেশ সাড়া পড়ে যায়। তবে যোগদানের পরেই কাফ মাসেলের ইনজুরিতে অনেকটা সময় ভুগতে হয় তাঁকে।

উয়েফা চ্যাম্পিয়নস লীগের গ্রুপ এ-তে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পেদের পয়েন্ট ৪ ম্যাচে ৮। সমসংখ্যক ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ক্লাব ব্রুজ এবং ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আরবি লাইপজিগ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in