Asia Cup 2025: পহেলগাঁও হামলা ভুলে ভারত-পাকিস্তান ম্যাচের প্রচার! নেটিজনদের রোষের মুখে শেহওয়াগ

People's Reporter: সোনি স্পোর্টস নেটওয়ার্ক সম্প্রতি একটি বিজ্ঞাপনের প্রোমো প্রকাশ্যে এনেছে। যেখানে বীরেন্দ্র শেহওয়াগ ক্রিকেট প্রেমীদের ভারত-পাক ম্যাচ দেখার জন্য আহ্বান জানাচ্ছেন।
ভাইরাল প্রোমোর অংশ
ভাইরাল প্রোমোর অংশছবি - ভিডিও থেকে নেওয়া
Published on

পহেলগাঁও হামলার পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে। এই আবহে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের প্রচারের ভিডিও প্রকাশ পেতেই রোষের মুখে ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ। এত দ্রুত কীভাবে ভুলে গেলেন পহেলগাঁও কাণ্ড? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। এমনকি কেউ কেউ আবার শেহওয়াগকে বয়কটের দাবিও তুলেছেন।

পহেলগাঁও হামলার পর থেকে দাবি উঠেছে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক শেষ করার। এমনকি এশিয়া কাপে যাতে ভারতকে পাকিস্তানের মুখোমুখি না হতে হয়, সেটা নিশ্চিত করারও দাবি উঠেছে। এই আবহে পাকিস্তানও ভারতে নিজেদের হকি দল পাঠায়নি। সম্প্রতি লেজেন্ডস লিগে যুবরাজ সিং, হরভজন সিংও মাঠে নামেননি পাকিস্তানি লেজেন্ডসদের বিরুদ্ধে।

যদিও এশিয়া কাপে ভারত নামতে চলেছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে। জানা গেছে, এশিয়া কাপে ভারত না খেললে আর্থিক চাপে পড়তে পারে বিসিসিআই। এমনকি ক্রিকেট কুটনৈতিকেও চাপে পড়তে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে শেষ পর্যন্ত রাজি হয়েছে ভারতীয় বোর্ড। যদিও এ নিয়ে বিতর্কের শেষ নয়। তবে অনেকেই আবার ক্রিকেটীয় সম্পর্ক চালিয়ে যাওয়ার পক্ষে।

ভারতে এশিয়া কাপের সম্প্রচারের দায়িত্বে থাকা সোনি স্পোর্টস নেটওয়ার্ক সম্প্রতি একটি বিজ্ঞাপনের প্রোমো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছে। যেখানে ভারতীয় প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ ক্রিকেট প্রেমীদের ভারত-পাক ম্যাচ দেখার জন্য আহ্বান জানাচ্ছেন।

আর এতেই ক্ষুব্ধ নেটজেনরা। কেউ কেউ বলছেন, পহেলগাঁও হামলার ক্ষত এত শীঘ্রই ভুলে কীভাবে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার আহ্বান জানাচ্ছেন শেহওয়াগ? কেউ কেউ শেহওয়াগ এবং সোনি নেটওয়ার্ককে বয়কটের ডাক দিয়েছেন। নেটিজেনরা বিসিসিআইকে সতর্ক করে জানিয়েছেন, আগামী ১৪ সেপ্টেম্বর তারা ম্যাচ বয়কট করবেন। উল্লেখ্য, ওই দিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in