SC East Bengal: তৃতীয় বিদেশি হিসেবে লাল হলুদে সই ক্রোয়েশিয়ান ডিফেন্ডারের

স্লোভেনিয়ার মিডফিল্ডার আমির দেরভিসেভিচকে আগেই সই করিয়েছিলো এসসি ইস্টবেঙ্গল। দ্বিতীয় বিদেশী হিসেবে আসেন টমিস্লাভ মার্সেলা। এবার ইতালিয়ান লীগ সিরি আ' খেলা ফ্রোঞ্জো প্রকের সাথে চুক্তি স্বাক্ষর হলো।
ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ফ্রোঞ্জো প্রক
ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ফ্রোঞ্জো প্রকছবি এসসি ইষ্টবেঙ্গল ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

আরও এক বিদেশি ফুটবলারকে সই করালো এসসি ইস্টবেঙ্গল। এবার ইতালিয়ান লীগ সিরি আ'তে খেলা ক্রোয়েট ফুটবলার ফ্রোঞ্জো প্রক। রক্ষণভাগের দুর্বলতার জন্য গতবার একের পর এক ম্যাচে হোঁচট খেতে হয়েছে লাল-হলুদ শিবিরকে। তাই এবার নতুন ভাবে রক্ষণভাগ সাজিয়ে নিচ্ছে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবটি।

স্লোভেনিয়ার মিডফিল্ডার আমির দেরভিসেভিচকে আগেই সই করিয়েছিলো এসসি ইস্টবেঙ্গল। রবি ফাউলারের বিদায়ের পর রিয়েল মাদ্রিদের ঘরের ছেলে ম্যানুয়েল মানোলো দিয়াজ এসে দ্বিতীয় বিদেশী হিসেবে বেছে নেন অস্ট্রেলিয়ার এ-লিগে খেলা টমিস্লাভ মার্সেলাকে। এবার ইতালিয়ান লীগ সিরি আ'র ক্লাব লাজিওর প্রাক্তন ফুটবলার ফ্রোঞ্জো প্রকের সাথে চুক্তি স্বাক্ষর করা হলো।

বুধবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এসসি ইস্টবেঙ্গল জানিয়েছে, এক বছরের চুক্তিতে লাজিওতে খেলা ক্রোয়েশিয়ার প্রাক্তন সেন্টার ব্যাক ফ্রাঞ্জো প্রককে লাল-হলুদ শিবিরে আনা হচ্ছে।

২৫ বছরের প্রাক্তন লাজিও ডিফেন্ডার খেলেছেন অনেকগুলো ক্লাবে। ক্লাব ফুটবলে ১০৭ টি ম্যাচ খেলেছেন তিনি। ক্রোয়েশিয়া এবং সাইপ্রাসের প্রথম ডিভিশন ক্লাবে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। সম্প্রতি ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনের ক্লাব স্লাভেন বেলুপোতে খেলেছেন তিনি। এবার লাল-হলুদ জার্সিতে আইএসএলের ময়দানে ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in