
অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই তাঁকে খেলাবে মোহনবাগান সুপার জায়ান্ট। এই পরিকল্পনার কথা জেনেই সবুজ-মেরুন শিবিরে সই করেছেন সহাল আব্দুল সামাদ। এই সিদ্ধান্ত তাঁর ফুটবলে আরও উন্নতি আনবে বলে বিশ্বাস করেন তিনি।
দিন দশেক আগে ভারতীয় দলের হয়ে নিয়মিত খেলা অ্যাটাকিং মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি ও এক ফুটবলারের পরিবর্তে সই করায় সবুজ-মেরুন শিবির। গত মরশুমে আইএসএলে তিনি কুড়িটি ম্যাচ খেলে তিনটি গোল করেন ও দু’টি গোলে সহায়তা দেন। এছাড়াও সুপার কাপে তিনটি ম্যাচে একটি অ্যাসিস্ট ছিল তাঁর।
সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল কাপে মঙ্গোলিয়ার বিরুদ্ধে একটি গোল করেন তিনি। তবে গোল করার চেয়ে গোলের সুযোগ তৈরিতে তিনি বেশি পারদর্শী। আসন্ন মরশুমে যে দল গড়েছে মোহনবাগান এসজি, তাতে একাধিক অভিজ্ঞ স্ট্রাইকার রয়েছেন।
অস্ট্রেলিয়ার হয়ে কাতারে গত বিশ্বকাপের আসরে মাঠে নামা সেন্টার ফরোয়ার্ড জেসন কামিংস ও আলবানিয়ার জাতীয় দলের হয়ে ইউরো ২০১৬-য় খেলা সেন্টার ফরোয়ার্ড আরমান্দো সাদিকু রয়েছেন হুয়ান ফেরান্দোর দলে। তাঁদের গোলের বল সাপ্লাই করার জন্য হুগো বুমোস, দিমিত্রি পেট্রাটসের মতো দুর্দান্ত অ্যাটাকিং মিডফিল্ডারও রয়েছেন সবুজ-মেরুন বাহিনীতে। তাঁদের সঙ্গে সাহাল যোগ দিলে দলের আক্রমণ বিভাগ বেশ শক্তিশালী হয়ে উঠবে, এমনই ধারণা থেকে তাঁকে নেওয়া হয়েছে।
সোমবার এক সাক্ষাৎকারে তিনি জানান, "বিভিন্ন ক্লাবের সঙ্গে কথা বলার সময় আমি প্রথমেই জেনে নিই, আমাকে তারা কোন জায়গায় খেলাতে চায়। মোহনবাগান সুপার জায়ান্ট আমাকে স্পষ্ট জানিয়ে দেয় অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই তারা আমাকে চায়। ওদের এই পরিকল্পনাই আমাকে এই ক্লাবে সই করতে উদ্বুদ্ধ করে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনাও আমার খুবই ভাল লেগেছে। আইএসএলে ওদের ট্র্যাক রেকর্ডও বেশ ভালো। মোহনবাগানের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত। আমার মনে হয় আমি একেবারে সঠিক সিদ্ধান্তই নিয়েছি"।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন