
ভারতীয় ক্রিকেটে নক্ষত্র পতন। প্রয়াত হলেন কিংবদন্তী ক্রিকেটার সেলিম দুরানি। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন সেলিম। জানুয়ারিতে উরুর হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। তখন তাঁর অস্ত্রোপচারও করতে হয়েছিল। রবিবার সকালে গুজরাটের জামনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। দুরানির মৃত্যুতে শোকস্তব্ধ ভারতের ক্রীড়ামহল।
দীর্ঘ ১৪ বছর দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সেলিম। চাহিদা অনুযায়ী ছক্কা মারার দক্ষতার জন্য তিনি ছিলেন সবার চেয়ে আলাদা। টেস্ট দলে একবার তাঁকে বাদ দেওয়ায় স্লোগান উঠেছিল, 'নো দুরানি, নো টেস্ট'। প্রথম ক্রিকেটার হিসেবে অর্জুন পুরস্কারও জিতেছিলেন তিনি।
সেলিম দুরানির জন্ম কাবুলে। কিন্তু তিনি বেড়ে ওঠেন গুজরাটের জামনগরে। ১৯৬০ সালে দেশের জার্সিতে অভিষেক ঘটে তাঁর। ব্যাট হাতে দক্ষতার সাথে সাথে বল হাতেও তিনি ছিলেন অপ্রতিরোধ্য। ১৯৬১-৬২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-০ ব্যবধানে প্রথম ঐতিহাসিক টেস্ট জেতে ভারত। ওই জয়ে সবচেয়ে বড় অবদানটি ছিল সেলিমের। কলকাতা এবং মাদ্রাজে যথাক্রমে ৮ টি এবং ১০ টি উইকেট তিনি নিয়েছিলেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে মহাকাব্যিক বিজয়ের এক দশক পর, তিনি পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ক্লাইভ লয়েড এবং স্যার গারফিল্ড সোবার্স, দুজনকেই ফিরিয়ে ছিলেন তিনি।
শুধু ক্রিকেটেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। অভিনয় করেছেন বলিউড ছবিতেও। ১৯৭৩ সালে 'চরিত্র' চলচ্চিত্রে প্রখ্যাত অভিনেতা প্রবীণ বাবির বিপরীতে অভিনয় করে বলিউডে পা রাখেন তিনি।
ভারতের হয়ে ২৯ টি টেস্ট খেলেছেন দুরানি। ৫০ ইনিংসে একটি সেঞ্চুরি, ৭টি হাফ-সেঞ্চুরি সহ মোট ১২০২ রান করেছিলেন। উইকেট নিয়েছিলেন ৭৫টি।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন