SAFF Championship: সুনীল ছেত্রীর একমাত্র গোলে নেপালের বিরুদ্ধে জয় ভারতের

প্রথম দুই ম্যাচে হতাশাজনক ফলাফলের পর অবশেষে জয়ের মুখ দেখলো ভারত। রবিবার সাফ চ্যাম্পিয়নশীপে নেপালকে ১-০ গোলে হারিয়ে নিজেদের লড়াইয়ে বাঁচিয়ে রাখলেন ইগোর স্টিম্যাকের ছাত্ররা।
ভারত নেপাল ম্যাচ
ভারত নেপাল ম্যাচছবি ইন্ডিয়ান ফুটবল টিম ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

প্রথম দুই ম্যাচে হতাশাজনক ফলাফলের পর অবশেষে জয়ের মুখ দেখলো ভারত। রবিবার সাফ চ্যাম্পিয়নশীপে নেপালকে ১-০ গোলে হারিয়ে নিজেদের লড়াইয়ে বাঁচিয়ে রাখলেন ইগোর স্টিম্যাকের ছাত্ররা। দলের হয়ে ত্রাতা হয়ে উঠলেন সেই সুনীল ছেত্রীই। ভারত অধিনায়কের একমাত্র গোলেই চলতি টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ভারত।

ম্যাচের ৮২ মিনিটে ভারতের হয়ে জয়সূচক গোলটি করেন সুনীল ছেত্রী। আর এই গোলের সাথে সাথেই সুনীল ছুঁয়ে ফেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলেকে। ৯২ ম্যাচে ৭৭ গোল রয়েছে পেলের। নেপালের বিরুদ্ধে ৩৭ বর্ষীয় ছেত্রী গোল করে স্পর্শ করেন পেলেকে। যদিও ছেত্রীর ৭৭ টি গোল করতে লেগেছে ১২৩ ম্যাচ।

বর্তমানে যে সমস্ত ফুটবলাররা খেলছেন তাঁদের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের নিরিখে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন সুনীল। প্রথম স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(১১২),দ্বিতীয় স্থানে লিওনেল মেসি(৭৯)এবং তৃতীয় স্থানে ইউএইর আলি মবখত(৭৭)এবং সুনীল ছেত্রী(৭৭)।

গতরাতে জয়ের ফলে ফাইনালে পৌঁছানোর লড়াইয়ে টিকে রইলো ইগোর স্টিম্যাকের দল। সাফ চ্যাম্পিয়নশীপে বরাবরই দুরন্ত ভারতীয় দল। তবে চলতি টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ড্র করায় পিছিয়ে পড়ে ভারত। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছেন সুনীল ছেত্রীরা। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মালদ্বীপ। স্বাগতিকদের সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপাল।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in