SAFF Championship: মালদ্বীপকে ৩-১-এ হারিয়ে ফাইনালে ভারত, গোল সংখ্যায় পেলেকে টপকালেন সুনীল ছেত্রী

মরণ-বাঁচন ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে পৌঁছালো ভারত। ম্যান ইন ব্লুদের জয়ের রাতে ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলেকে ছাড়িয়ে গেলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।
মালদ্বীপের বিরুদ্ধে ভারত
মালদ্বীপের বিরুদ্ধে ভারতছবি ইন্ডিয়ান ফুটবল টিম ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

মরণ-বাঁচন ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে পৌঁছালো ভারত। ম্যান ইন ব্লুদের জয়ের রাতে ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলেকে ছাড়িয়ে গেলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।

বুধবার রাতে মালদ্বীপের বিরুদ্ধে জোড়া গোল করেছেন সুনীল। সেই সুবাদে তাঁর আন্তর্জাতিক গোল সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ৭৯। ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলের ৭৭ গোলকে ছাপিয়ে গেছেন তিনি। শনিবার মেগা ফাইনালে নেপালের বিরুদ্ধে মাঠে নামছে ভারত।

প্রথমার্ধের ৩১ মিনিটে মনভীর সিংএর গোলে এগিয়ে যায় ভারত। ৪৫ মিনিটে অবশ্য আলি আসফাক পেনাল্টি থেকে গোল করে মালদ্বীপকে সমতা এনে দেন। তবে দ্বিতীয়ার্ধে আর পাত্তা পায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ত্রাতা হয়ে ওঠেন সুনীল ছেত্রী। ৬২ মিনিটে মনভীরের পাস থেকে গোল করে ভারতকে লীড এনে দেওয়ার সাথে সাথেই টপকে যান পেলেকে।

ব্রাজিলিয়ান মহাতারকা তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছিলেন। ১২৪ তম ম্যাচে সুনীল ছাড়িয়ে গিয়েছেন তাঁকে। ৭১ মিনিটে প্রীতম কোটালের পাস থেকে আবারও একটি গোল করেন সুনীল। ৩-১ ব্যবধানে বড় জয় নিয়ে ফাইনালের টিকিট পান স্টিম্যাক বাহিনী।

বর্তমানে খেলা আন্তর্জাতিক ফুটবলারদের মধ্যে ফিফা র‍্যাঙ্কিং-এর ১০৭ তম দেশ ভারতের সুনীল ছেত্রী হলেন তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। তাঁর সামনে রয়েছেন কেবল আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবং পর্তুগীজ সেনসেশন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সুনীলের মেসিকে (৮০) অতিক্রম করার জন্য আর দু'টি গোলের প্রয়োজন। মেসি এবং সুনীলকে ছাড়িয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১১৫)।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in