খুদে লেগস্পিনারের স্পিনের জাদুতে মোহিত হয়ে তার ভিডিও শেয়ার করলেন শচীন তেন্ডুলকর। যে ভিডিও নিয়ে এখন শোরগোল নেট দুনিয়ায়। শচীন তেন্ডুলকর ছাড়াও আফগানিস্তানের লেগ স্পিনার রাশিদ খান-ও এই বালকের লেগ স্পিনে মুগ্ধ।
খুদে লেগস্পিনারের ভিডিও শেয়ার করবার সময় ট্যুইটারে শচীন তেন্ডুলকর লিখেছেন, তিনি এই ভিডিও তাঁর এক বন্ধুর কাছ থেকে পেয়েছেন। খুদে এই লেগ স্পিনারের স্পিন করানোর দক্ষতা দেখে তিনি মুগ্ধ ও বিস্মিত।
ওই ভিডিওতে খুদে স্পিনারকে লেগ স্পিন করতে দেখা যাচ্ছে এবং তার স্পিন বিক্রমে ব্যাটাররা পরাস্ত হচ্ছেন। বহু মানুষকে তার বোলিং-এর বিরুদ্ধে ব্যাট করতে দেখা যাচ্ছে। কিন্তু কেউই তার স্পিনের সামনে দাপুটে শট খেলতে পারছেন না। একাধিক বার ওই খুদে সরাসরি উইকেটে আঘাত করতে সক্ষম হয়েছে। ওই খুদেকে গুগলি দিতেও দেখা গেছে।
- with Agency Input
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন