
কেশব মহারাজ ও সাইমন হার্মারের ঘূর্ণিতে নাস্তানাবুদ হয়ে অসহায় আত্মসমর্পণ করলো বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় বদলালো না টাইগার্সদের টেস্ট ভাগ্য। চতুর্থ ইনিংসে বাংলাদেশের লক্ষ্য ছিল ২৭৪ রান। শুরুতে উইকেট খুইয়েও পঞ্চম দিনের প্রথম দুই সেশন কাজে লাগাতে চেয়েছিলো তারা। তবে মহারাজ-হার্মারের দাপটে এক ঘন্টাও টিকতে পারলো না বাংলাদেশ। মাত্র ৫৩ রানেই গুটিয়ে গিয়েছে নিজেদের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন ইনিংসে। ডারবানের কিংসমিডেরও সর্বনিম্ন টেস্ট ইনিংস এটি। এতদিন পর্যন্ত ভারতের ৬৬ ছিল সর্বনিম্ন ইনিংস।
চতুর্থ ইনিংসে ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধসতে থাকে বাংলাদেশের ইনিংস। ব্যাটাররা শুধু আসতে থাকেন আর যেতে থাকেন। বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি এই ব্যাটার খেলেছেন ২৬ রানের ইনিংস। এছাড়া দুই অঙ্কের স্কোর করতে পেরেছেন তাসকিন আহমেদ(১৪)।
চতুর্থ ইনিংসে বাংলাদেশের পাঁচ ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি। সাদমান ইসলাম, মুশফিক রহিম, মেহেদী হাসান, খালিল আহমেদরা ফিরে গিয়েছেন শূন্য রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে এই ইনিংসে ১০ ওভার বল করে ৩২ রান দিয়ে বাংলাদেশের ৭ টি উইকেট তুলে নিয়েছেন কেশব মহারাজ। ৯ ওভারে ২১ রান খরচ করে ৩ টি উইকেট নিয়েছেন সাইমন হার্মার।
দক্ষিণ আফ্রিকায় গিয়ে বাংলাদেশের টেস্ট জয়ের খাতা এখনও খুললো না। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৩৬৭ রানের জবাবে বাংলাদেশের প্রথম ইনিংসে ২৯৮ রান করে ভালো জায়গাতেই ছিলো। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ২০৪ রানে গুটিয়ে জয়ের জন্য চোখ রাঙাচ্ছিলো টাইগার্সরা। তবে শেষ দিনে কেশব মহারাজ ও সাইমন হার্মার সমস্ত সমীকরণ ভেস্তে দেয় বাংলাদেশের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন