জুভেন্তাস ছেড়ে ফের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রোনাল্ডো? CR7-এর দলবদল ঘিরে জোর গুঞ্জন

ম্যানচেস্টারের ইউনাইটেডের হাত ধরে বিশ্ব ফুটবলে আলো ছড়িয়েছেন রোনাল্ডো। পরে স্প্যানিশ ক্লাব রিয়েল মাদ্রিদের হয়ে স্বর্ণযুগ কাটানোর পর পাড়ি জমিয়েছেন তুরিনে। 'ওল্ড লেডিদের' হয়ে তিনটি মরশুম কাটিয়েছেন
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোফাইল ছবি ফিফার ট্যুইটারের সৌজন্যে

পর্তুগীজ সেনসেশন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফিরছেন তাঁর পুরোনো ক্লাবে! ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। একাধিক সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে, সিআর সেভেন ফিরতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডে।

ম্যানচেস্টারের ইউনাইটেডের হাত ধরেই বিশ্ব ফুটবলে আলো ছড়িয়েছেন রোনাল্ডো। তারপর স্প্যানিশ ক্লাব রিয়েল মাদ্রিদের হয়ে স্বর্ণযুগ কাটানোর পর পাড়ি জমিয়েছেন তুরিনে। 'ওল্ড লেডিদের' হয়ে তিনটি মরশুম কাটানোর পর আবার গুঞ্জন উঠেছে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী ফিরতে চলেছেন রেড ডেভিলদের দলে।

চলতি মরশুমটা একদমই ভালো কাটেনি জুভেন্তাসের। আন্তোনিয়ো কন্তের ইন্টার মিলানের কাছে টানা দশম সিরি আ খেতাব হারিয়েছে তারা। এমনকি বিয়াঙ্কোনেরিরা চ্যাম্পিয়নস লীগের যোগ্যতা অর্জন করেছে লীগের নাটকীয় শেষ ম্যাচে। এরপরেই আন্দ্রে পিরলোকে ম্যানেজারের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়।

শোনা যায় জুভেন্তাস যদি চ্যাম্পিয়নস লীগে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় তবে রোনাল্ডো ক্লাব ছেড়ে চলে যাবেন। তবে জুভেন্তাস চ্যাম্পিয়নস লীগের টিকিট পেলেও পিরলোর পরিবর্তে ম্যানেজার হচ্ছেন মাসিমিলিয়ানো আলেগ্রি। বিয়াঙ্কোনেরিদের স্বর্ণযুগ কেটেছে অ্যালেগ্রির হাত ধরেই। তিনি জুভেন্তাসকে পরপর পাঁচ বার লীগ টাইটেল, চারটি কোপা ইতালিয়া জেতানোর পাশাপাশি তাঁর হাত ধরেই দু'বার চ্যাম্পিয়নস লীগে রানার আপ হয়েছে জুভেন্তাস। তবে আলেগ্রি এলেও রোনাল্ডো থাকছেন কিনা সে বিষয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।

জুভেন্তাসের সাথে রোনাল্ডোর চুক্তি রয়েছে আর এক বছরের। সেক্ষেত্রে একবছর পরে ফ্রী ট্রান্সফারে রোনাল্ডোকে ছেড়ে দিতে হবে। তাই জুভেন্তাসও আর্থিক মন্দার বাজারে এ বিষয়ে আলোচনা চালাচ্ছে বলে অনুমান করা হচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে যে রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যাবর্তনকে তাঁর ‘অগ্রাধিকার’ হিসাবে দেখছেন।

জুভেন্তাসের মরশুমটা খারাপ গেলেও রোনাল্ডো কিন্তু গোল করে গেছেন। সিরি আ'তে এই মরশুমের সর্বোচ্চ স্কোরার তিনি। ম্যান ইউ এবং রিয়েল মাদ্রিদের এই প্রাক্তন মহাতারকা ৩৩ ম্যাচে ২৯ টি লীগ গোল করেছেন। দ্বিতীয় স্থানে থাকা রোমেলু লুকাকুর থেকে ৫ গোল বেশি। আর এই কীর্তির সাথে সাথেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে ঘরোয়া লীগে শীর্ষ গোলদাতার তকমা পেয়েছেন রোনাল্ডো।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in