Roland Garros: জকোভিচকে হারিয়ে সেমিফাইনালে 'ক্লে কোর্টের রাজা' রাফায়েল নাদাল

গত বছর প্রথমবার রোলাঁ গারোর সেমিফাইনালে নাদালকে হারিয়ে ছিলেন সার্বিয়ান নম্বর ওয়ান জকোভিচ। পূর্বে ২০০৬ সাল থেকে মোট ন'বারের সাক্ষাৎে ৭ বারই জিতেছিলেন নাদাল। সেই পরিসংখ্যান আরও বাড়িয়ে নিলেন রাফা।
নাদাল বনাম জকোভিচ
নাদাল বনাম জকোভিচছবি সৌজন্যে Roland-Garros টুইটার হ্যান্ডেল
Published on

জকোভিচকে উড়িয়ে দিয়ে রোলাঁ গারোর সেমিফাইনালে 'ক্লে কোর্টের রাজা' রাফায়েল নাদাল। রেকর্ড ১৩ বারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন নাদালের পক্ষে টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচের ফলাফল ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬(৭-৪)। এই নিয়ে মোট ১৫ বার রোলাঁ গারোর সেমিফাইনালে জায়গা করে নিলেন স্প্যানিশ কিংবদন্তী।

গত বছর প্রথমবার রোলাঁ গারোর সেমিফাইনালে রাফায়েল নাদালকে হারিয়ে ছিলেন সার্বিয়ান নম্বর ওয়ান নোভাক জকোভিচ। পূর্বে ২০০৬ সাল থেকে মোট ন'বারের সাক্ষাৎে ৭ বারই জিতেছিলেন নাদাল। সেই পরিসংখ্যান আরও বাড়িয়ে নিলেন রাফা।

দুই কিংবদন্তীর লড়াইয়ে সার্বিয়ান নম্বর ওয়ানকে প্রথম সেটে ৬-২ ব্যবধানে হারিয়ে দেন নাদাল। দ্বিতীয় সেটে আবার ৪-৬ ব্যবধানে জিতে কামব্যাক করেন জোকার। তৃতীয় সেটে একতরফা ভাবে নাদাল ফের জয় তুলে নেন এবং চতুর্থ সেটে টাইব্রেকার জিতে রাফায়েল নাদাল বুঝিয়ে দেন তিনিই ক্লে কোর্টের রাজা।

ফরাসী ওপেনে নামার আগে এটি ছিলো দুই মহাতারকার ৫৯তম ম্যাচ। এই ম্যাচের আগে মুখোমুখি লড়াইয়ে জকোভিচ ৩০টি এবং রাফায়েল নাদাল ২৮টি ম্যাচ জিতেছিলেন। তবে রোলাঁ গারোর ক্লে কোর্টে এই ব্যবধান ছিলো নাদালের পক্ষে ৭-২। ৪ ঘণ্টা ১২ মিনিটের লড়াইয়ের পর নাদাল পরিসংখ্যানের দিকে নিজেকে সমৃদ্ধ করলেন।

রেকর্ড ২১ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী রাফা শুক্রবার তৃতীয় বাছাই আলেকজান্ডার জভেরেভের মুখোমুখি হবেন। ২২ তম গ্র্যান্ডস্ল্যাম জয় থেকে আর দু'ধাপ দূরে রয়েছেন রাফা।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in