পিচ নিয়ে কড়া জবাব রোহিত শর্মার
পিচ নিয়ে কড়া জবাব রোহিত শর্মারছবি - ICC-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

IND vs AUS : নাগপুরের পিচ নিয়ে চরম বিতর্ক! পিচ নয়, খেলার ওপর মনোযোগের পরামর্শ রোহিত শর্মার

নিখুঁত জবাবে ভারত অধিনায়ক বলেন, "শুধু ক্রিকেটে মনোযোগ করুন, পিচে নয়। কারণ ২২ জন ভালো মানের ক্রিকেটাররা খেলবেন।"
Published on

বর্ডার-গাভাসকার সিরিজ এখনও শুরুই হয়নি। আগামীকাল নাগপুরে শুরু হবে প্রথম টেস্ট। তার আগেই নাগপুরের পিচ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অস্ট্রেলিয়ার একাধিক প্রাক্তন খেলোয়াড় এবং সে দেশের একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছে ভারত নিজেদের সুবিধার্থে পিচ বানাচ্ছে। আইসিসির হস্তক্ষেপের দাবিও তুলেছেন তারা।

পিচ বিতর্ক দানা বাঁধতেই এই বিষয়ে এবার মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে রোহিতের কাছে অস্ট্রেলিয়ার সংবাদিকেরা পিচ সম্পর্কে জানতে চেয়েছিলেন। রোহিত কোনো বিতর্কে না গিয়ে ঠান্ডা মাথায় এর উত্তর দিয়েছেন।

নিখুঁত জবাবে ভারত অধিনায়ক বলেন, "শুধু ক্রিকেটে মনোযোগ করুন, পিচে নয়। কারণ ২২ জন ভালো মানের ক্রিকেটাররা খেলবেন।"

পিচের কথা বলতে গিয়ে, রোহিত স্বীকার করেছেন যে পিচ স্পিনারদের সাহায্য করতে চলেছে। তাই তিনি স্ট্রাইক রোটেটের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। রোহিত বলেন, "একটি পরিকল্পনা থাকা এবং একটি উপায় বের করা গুরুত্বপূর্ণ। প্রত্যেকের আলাদা পদ্ধতি আছে। কেউ সুইপ করতে পছন্দ করেন, কেউ রিভার্স, কেউ বোলারের উপর হিট করেন। আপনাকে স্ট্রাইক রোটেট করতে হবে এবং কখনও কখনও পাল্টা আক্রমণ করতে হবে।"

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ যে ভারতের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে, তা স্বীকার করে নিয়েছেন রোহিত। তবে ভারত সিরিজ জয়ের জন্য নিজেদের সর্বোত্তমভাবে প্রস্তুত করেছে বলে জানান রোহিত।

উল্লেখ্য, নাগপুরের পিচ নিয়ে মোটেও সন্তুষ্ট নন একাধিক প্রাক্তন অজি খেলোয়াড়। প্রাক্তন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জেসন গিলেস্পি বলেন , "আমি মনে করি ভারতীয় কিউরেটররা ভারতকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার উপায় খুঁজছে। তারা মনে করছে স্পিন একটি বিশাল ভূমিকা পালন করতে চলেছে। তাই এই রকম উইকেট বানাচ্ছে।"

প্রাক্তন অজি খেলোয়াড় ও ক্রিকেট বিশেষজ্ঞ সাইমন ও'ডোনেল বলেন, "আইসিসির উচিত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া। যদি আইসিসি মনে করে যে এটি খারাপ পিচ তাহলে অবশ্যই পদক্ষেপ নেওয়া দরকার।"

পিচ নিয়ে কড়া জবাব রোহিত শর্মার
IND vs AUS: বর্ডার-গাভাসকার ট্রফিতে বড় মাইলফলকের দোরগোড়ায় পূজারা ও কোহলি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in