Roger Federer: হাঁটুতে অস্ত্রোপচার - ইউ এস ওপেন থেকে সরে দাঁড়ালেন সুইস টেনিস তারকা

ইউএসওপেন থেকে সরে দাঁড়ালেন সুইস টেনিস কিংবদন্তী রজার ফেডেরার। ইনস্টাগ্রামে তিনি ঘোষণা করেছেন হাঁটুর অস্ত্রোপচারের জন্য আগামী ৩০ আগস্ট থেকে শুরু হওয়া ইউএস ওপেনে তিনি খেলতে পারবেন না।
রজার ফেডেরার
রজার ফেডেরারফাইল ছবি, রজার ফেডেরারের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ইউএসওপেন থেকে সরে দাঁড়ালেন সুইস টেনিস কিংবদন্তী রজার ফেডেরার। ইনস্টাগ্রামে তিনি ঘোষণা করেছেন হাঁটুর অস্ত্রোপচারের জন্য আগামী ৩০ আগস্ট থেকে শুরু হওয়া ইউএস ওপেনে তিনি খেলতে পারবেন না এবং পরেও "অনেক মাস" তাঁকে খেলার বাইরে থাকতে হবে।

রবিবার গভীর রাতে করা এক ভিডিও পোস্টে ফেডেরার বলেন - "আমি শুধু উইম্বলডন থেকে এখন পর্যন্ত যা চলছে তার একটি আপডেট দিচ্ছি। আপনারা অনুমান করতে পারেন, এটা খুব সহজ ছিল না। আমি হাঁটুর পাশাপাশি চিকিৎসকদের কাছে অনেক পরীক্ষা-নিরীক্ষা করিয়েছি। গ্রাস-কোর্ট মরশুম এবং উইম্বলডন চলাকালীন আমার আরও আঘাত লেগেছে এবং সেই সমস্ত তথ্য আমি পেয়েছি।”

২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা বলেন - "এটা শুধু এগিয়ে যাওয়ার বিষয় নয়, তাই দুর্ভাগ্যবশত চিকিৎসকরা আমাকে পরামর্শ দিয়েছেন মাঝারি থেকে দীর্ঘমেয়াদে ভাল থাকার জন্য, আমার অস্ত্রোপচারের প্রয়োজন। আপাতত আমি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছি"।

ওই ভিডিওতেই ফেডেরার জানান - "আমি অনেক সপ্তাহ ধরে ক্রাচের ওপর নির্ভরশীল থাকবো এবং অনেক মাস খেলার বাইরেও থাকব। তাই এই পরিস্থিতি অবশ্যই আমার কাছে কঠিন। কিন্তু এটাও ঠিক যে আমি সুস্থ থাকতে চাই। আমি আবারও কোর্টে ফিরতে চাই।”

আগামী ৮ আগস্ট ৪০ বছরে পা দেবেন এই সুইস তারকা। এর আগে ফেব্রুয়ারি ২০২০ এবং মে ২০২০ সালে ডান হাঁটুতে আর্থ্রোস্কোপিক সার্জারি করিয়েছিলেন। এই অস্ত্রোপচারের পর থেকে তিনি পাঁচটি টুর্নামেন্ট খেলেছেন, যার সবই এই মরশুমে। শেষবার তিনি উইম্বলডনে অংশ নিয়েছেন।

ফেডেরার আরও বলেন, "আমি বাস্তববাদী, আমাকে ভুল বুঝবেন না। আমি জানি এই বয়সে এই মুহূর্তে আরেকটি অস্ত্রোপচার করা কতটা কঠিন।" "কিন্তু আমি সুস্থ থাকতে চাই, আমি পুনর্বাসন পদ্ধতির মধ্য দিয়ে যাব। আমি সক্রিয় থাকার চেষ্টা করবো।

ফেডেরার বলেন, "ইতিমধ্যে আপনাদের সমস্ত মেসেজের জন্য অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা সবসময় আমার পাশে থেকেছেন। আমি আমার পুনর্বাসনের সাথে সাথে সমস্ত খবরের আপডেট আপনাদের জানাবো।”

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in