
ব্যালন ডি’অর না জিতলেও ২০২১ বর্ষের ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতে নিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভনডস্কি। 'দ্য বেস্ট ফিফা মেন'স প্লেয়ার'- এর লড়াইয়ে লেভনডস্কি পেছনে ফেললেন লিওনেল মেসি এবং মহম্মদ সালহাকে। এই নিয়ে টানা দ্বিতীয়বার এই খেতাব জিতলেন পোলিশ তারকা স্ট্রাইকার। মহিলা বিভাগে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ২০২১ সালের ব্যালন ডি'অর বিজয়িনী বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতেয়াস।
বায়ার্নকে গত মরশুমে বুন্দেশলিগা জেতাতে বড় ভূমিকা পালন করেছেন রবার্ট লেভনডস্কি। সেইসঙ্গে ক্লাবের হয়ে এক মরশুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েছেন তিনি। বর্ষসেরার লড়াইয়ে মেসি-সালহা থাকলেও পোলিশ স্ট্রাইকারকেই বেছে নেওয়া হয়েছে এর যোগ্য দাবিদার হিসেবে।
এই পুরস্কারটি জিতে লেভনডস্কি বলেছেন, "আমার কাছে যেন এটা স্বপ্ন। সবার আগে ধন্যবাদ জানাব জাতীয় দলের আমার সব সতীর্থকে, যারা না থাকলে আমি এই উচ্চতায় পৌঁছতে পারতাম না। তার পরে ধন্যবাদ জানাব বায়ার্ন মিউনিখ দলের ফুটবলার এবং সাপোর্ট স্টাফেদের, যাঁরা আমাকে আরও ক্ষুরধার করে তুলেছেন।"
গতরাতে 'দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ড, ২০২১-এর সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন চেলসির এডুয়ার্ডো মেন্ডি। সেইসঙ্গে সেরা কোচ নির্বাচিত হয়েছেন চেলসির জার্মান কোচ টমাস টুখেল। 'দ্য ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড' জিতলেন ডেনমার্ক জাতীয় দল এবং তাদের কোচিং ও মেডিক্যাল স্টাফ। ২০২১ সালে সেরা গোলের জন্য 'পুসকাস ট্রফি' জিতলেন এরিক লামেলা। এছাড়াও আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেওয়া হয়েছে 'দ্য বেস্ট ফিফা স্পেশাল অ্যাওয়ার্ড'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন