IPL-এ দুরন্ত খেলেও ব্রাত্য রিঙ্কু সিং! জাতীয় দলে ডাক না পাওয়ায় হতাশ নাইট তারকার কোচ

শুধু ভক্তরাই নন, জাতীয় দলে ডাক না পাওয়ায় হতাশ হয়েছেন রিঙ্কুর কোচ মাসুদ আমিনি। তিনি বলেন, 'রিঙ্কুর দলে জায়গা না হওয়াটা আমার কাছে বেদনাদায়ক'।
রিঙ্কু সিং
রিঙ্কু সিংছবি - সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা হলো না কেকেআর তারকা রিঙ্কু সিং-র। যা নিয়ে হতাশ রিঙ্কুর কোচ থেকে ভক্ত সকলেই। তাঁর ভক্তদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিসিসিআই-র বিরুদ্ধে সরব হয়েছেন।

৩ অগাস্ট থেকে শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ। শেষ হবে ১৩ অগাস্ট। মোট ৫টি টি-২০ ম্যাচ খেলবে দুই দেশ। বুধবার ভারতের টি-২০ দল ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন রিঙ্কু সিং-র সমর্থকরা। স্কোয়াডে নেই আইপিএলে নজরকাড়া পারফর্ম্যান্স করা রিঙ্কু সিং। তরুণ এই ব্যাটারের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় লিখছেন, 'জাস্টিস ফর রিঙ্কু সিং'। আবার অনেকে প্রশ্ন তুলছেন যশস্বী জওয়সওয়াল্কে নেওয়া হলে রিঙ্কুকে কেন নেওয়া হবে না?

শুধু ভক্তরাই নন, জাতীয় দলে ডাক না পাওয়ায় হতাশ হয়েছেন রিঙ্কুর কোচ মাসুদ আমিনি। তিনি বলেন, 'রিঙ্কুর দলে জায়গা না হওয়াটা আমার কাছে বেদনাদায়ক। আশা করেছিলাম ও ঠিক এবার ভারতের জার্সি গায়ে খেলবে। কিন্তু সেটা হলো না'।

তিনি আরও বলেন, রিঙ্কু আমাকে বলেছিল সে জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত। মানসিকভাবেও নিজেকে সেইভাবেই তৈরি করছিল। তবে আমি জানি রিঙ্কু ভেঙে পড়ার ছেলে নয়। ও আরও প্র্যাকটিস করবে। নিজেকে জাতীয় দলের উপযুক্ত করে গড়ে তুলবে।

আইপিএল-এ একা হাতে কেকেআর-র বেশ কয়েকটি ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু। একটি ম্যাচে ৫ বলে ৫টা ৬ মেরে হিরো হয়েছিলেন তিনি। কলকাতার হয়ে ৪৭৪ রান করেছিলেন। তাঁর গড় ছিল ৫৯.২৫ এবং স্ট্রাইরেট ১৪৯.৫২। ফলে অনেকেই ভেবছিলেন রিঙ্কুর জাতীয় দলে অভিষেক হয়তো ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়েই হবে। কিন্তু তা হলো না।

ভারতীয় স্কোয়াড - ঈশান কিষাণ, শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান এবং মুকেশ কুমার।

রিঙ্কু সিং
বিশ্বকাপের আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় এই বাংলাদেশী তারকার!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in