লাল কার্ড ইব্রার, ১০ জনের এসি মিলানের বিরুদ্ধে জয় ইন্টার মিলানের
ইন্টার মিলানের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

লাল কার্ড ইব্রার, ১০ জনের এসি মিলানের বিরুদ্ধে জয় ইন্টার মিলানের

ম্যাচের ৫৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ইব্রাহিমোভিচ। দশজনের এসি মিলানের বিরুদ্ধে এবার দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নিলো ইন্টার মিলান। ইব্রার গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হারতে হয় স্টেফানো পায়োলির দলকে। কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে মিলান ডার্বি জিতে সেমিফাইনালের টিকিট পেয়ে গেলো অ্যান্টেনিও কন্তের ইন্টার।

গতরাতে প্রথমার্ধে ইব্রাহিমোভিচের গোলে এগিয়ে যায় এসি মিলান।৩১ মিনিটে সৌয়ালিহো মেইতের পাস থেকে দুরন্ত টাচে গোল করে দলকে এগিয়ে দেন ইব্রা।

প্রথমার্ধের শেষে এদিন বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু এবং ইব্রাহিমোভিচ প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন। দুইজনকেই দেখানো হয় হলুদ কার্ড। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে কোলারভকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হয় ইব্রাকে। দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার পর দশ জনের এসি মিলানকে চেপে ধরে প্রতিপক্ষ।

৭১ মিনিটে নিকোলা বারেল্লাকে বক্সের ভেতর রাফায়েল লিয়াও ফেলে দিলে পেনাল্টির সংকেত দেন রেফারি। স্পট কিক নিতে গিয়ে কোনো ভুল করেননি রোমেলু লুকাকু।সমতা ফিরে পাওয়ার পর যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে দুরন্ত গোল করে ইন্টারের জয় নিশ্চিত করেন এরিকসন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in