UCL: বেনজেমা - অ্যাসেনসিওর গোলে বার্নাব্যুতে চেলসিকে হারালো রিয়াল মাদ্রিদ

নিজেদের ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসিকে ২-০ গোলে হারালো লস ব্ল্যাঙ্কোসরা।
করিম বেনজেমা
করিম বেনজেমাছবি - উয়েফা চ্যাম্পিয়নস লীগের ট্যুইটার

সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ হাসি হাসলো রিয়ালই। নিজেদের ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসিকে ২-০ গোলে হারালো লস ব্ল্যাঙ্কোসরা। রিয়াল মাদ্রিদের হয়ে এদিন একটি করে গোল করেছেন করিম বেনজেমা এবং মার্কো অ্যাসেনসিও। অন্য ম্যাচে দুই ইতালিয়ান ক্লাব নাপোলি এবং মিলানের লড়াইয়ে প্রথম লেগে জয় পেয়েছে মিলান।

বার্নাব্যুতে ম্যাচের আগে চেলসির মালিক টড বোয়েহলি বেশ আত্মবিশ্বাসের সাথেই বলেছিলেন, তাঁর ক্লাব ৩-০ গোলে জিতবে। আসলে বার্নাব্যুতে গিয়ে রিয়ালকে হারানো যে কতটা কঠিন তা হয়তো তিনি অনুমান করতে পারেননি। খেলা শুরুর প্রায় সাথে সাথেই এদিন চেলসি একটি আক্রমণ তুলে প্রায় গোল করেই দিচ্ছিলো। কিন্তু এডুয়ার্ডো কামাভিঙ্গার বাধা টপকে ঠিকমতো শট নিতে পারেননি জোয়াও ফেলিক্স। এরপর ম্যাচের রাশ টেনে ধরে ২১ মিনিটের মাথায় চেলসির জালে বল জড়িয়েদেন করিম বেনজেমা।

প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়া চেলসি বড় ধাক্কা খায় ম্যাচের ৫৯ মিনিটে। রদ্রিগোকে পিছন থেকে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন বেন চিলওয়েল। এরপর দশ জনের চেলসির পক্ষে লড়াইটা আরও কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে চেলসির জালে বল জড়ান মার্কো অ্যাসেনসিও উইলিয়ানস। শেষ পর্যন্ত এই লীড ধরে রেখে ২-০ গোলে জয় তুলে নেয় স্বাগতিকরা।

অন্য ম্যাচে সান সিরোতে মিলান হারিয়েছে নাপোলিকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ৪০ মিনিটের মাথায় নাপোলির জালে একটিমাত্র গোল জড়ান ইসমাইল বেনাক্কের।

করিম বেনজেমা
গোকুলামকে বড় ব্যবধানে হারালেও জামশেদপুরকে হালকা ভাবে নিচ্ছেন না বাগান তারকা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in