লা লিগায় রিয়াল-অ্যাটলেটিকোর জয়, ইপিএলে সিটির জয়ের রাতে শোচনীয় হার চেলসির, ড্র করে চাপে ইউনাইটেড

অন্যদিকে ইপিএলে টেবিল টপার ম্যানচেস্টার সিটি জয় পেলেও শোচনীয় পরাজয়ের মুখ দেখতে হয়েছে চেলসিকে এবং পয়েন্ট খুইয়ে শীর্ষ চারের লড়াইয়ে বড় ধাক্কা খেলো ম্যানচেস্টার ইউনাইটেড।
রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদছবি রিয়াল মাদ্রিদ-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

অনুষ্ঠিত হয়ে গিয়েছে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। আন্তর্জাতিক বিরতি কাটিয়ে ফের বল গড়িয়েছে ইউরোপীয়ন ক্লাব ফুটবলে। প্রত্যাবর্তনেই জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে জয় এনে দিলেন করিম বেনজেমা। লা লিগায় টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদও। অন্যদিকে ইপিএলে টেবিল টপার ম্যানচেস্টার সিটি জয় পেলেও শোচনীয় পরাজয়ের মুখ দেখতে হয়েছে চেলসিকে এবং পয়েন্ট খুইয়ে শীর্ষ চারের লড়াইয়ে বড় ধাক্কা খেলো ম্যানচেস্টার ইউনাইটেড।

সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলে জয় নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে রিয়াল। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে এদিন দুটি গোলই করেছেন করিম বেনজেমা। দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে। ১৯ মিনিটে বেনজেমার গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে গোল হজম করতে হয় লস ব্ল্যাঙ্কোসদের। এরপর ৬৯ মিনিটে পেনাল্টি থেকে দলের হয়ে জয়সূচক গোলটি করেন বেনজেমা। ফরাসী তারকা এদিন হ্যাটট্রিক করতে পারতেন। তবে ৬৪ মিনিটে পেনাল্টি মিস করে তা সম্পন্ন করতে পারেননি।

লা লিগার অন্য ম্যাচে দেপোর্তিভো আলাভেসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথমার্ধের ১৯ মিনিটে জোয়াও ফেলিক্স গোল করে এগিয়ে দিয়েছিলেন অ্যাটলেটিকোকে। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে আবার সমতা ফিরে পায় আলাভেস। তবে এরপর ৭৫ মিনিটে সুয়ারেজের পেনাল্টি থেকে করা গোলে লীড পায় অ্যাটলেটিকো। ৮২ মিনিটে জোয়াও ফেলিক্স এবং ৯০ মিনিটে সুয়ারেজের করা গোলে বড় ব্যবধানে জয় অর্জন করে সিমিওনেরা।

ইংলিশ প্রিমিয়ার লীগে বার্নলিকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান বজায় রেখেছে ম্যান সিটি। এই ম্যাচের ৫ মিনিটের মাথায় গোল করে সিটিকে এগিয়ে দেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। ২৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ইলকে গুন্দোগান।

ম্যান সিটির জয়ের রাতে তৃতীয় স্থানে থাকা টমাস টুখেলের চেলসি বেন্টফোর্ডের কাছে ৪-১ গোলে হেরেছে। ভিটালি জানেটের জোড়া গোল এবং এরিকসেন ও ইউনে উইজার একটি করে গোলে জয় পেয়েছে বেন্টফোর্ড। একইদিনে লেস্টার সিটির বিপক্ষে ড্র করে শীর্ষ চারের লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে ইউনাইটেড।চারে থাকা আর্সেনালের চেয়ে দুই ম্যাচ বেশি খেলেও তিন পয়েন্টে পিছিয়ে আছে তারা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in