
ইন্ডিয়ান প্রিমিয়াম লীগ ২০২১-এর দশম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সুপার সানডেতে ডবল হেডারের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।
চলতি মরশুমে দুরন্ত শুরু করেছে আরসিবি। নতুন সংযোজন গ্লেন ম্যাক্সওয়েল রয়েছেন দুরন্ত ছন্দে। প্রথম দুই ম্যাচের দুটোতেই জিতেছে বিরাটরা। অন্যদিকে প্রথম ম্যাচে সানরাইজার্সদের হারালেও দ্বিতীয় ম্যাচে মুম্বইয়ের কাছে সহজ জয় অর্জন করতে পারেনি নাইটরা। আজ দুই দল জয়ের জন্য ঝাঁপাচ্ছে।
আরসিবির হয়ে আজ তিন বিদেশী ক্রিকেটার খেলছেন। তারা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স, কাইল জেমিসন। অন্যদিকে নাইটদের চার ওভার সীজ ক্রিকেটার হলেন অধিনায়ক ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, শাকিব-আল হাসান এবং প্যাট কামিন্স।
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: বিরাট কোহলি(অধিনায়ক), দেবদূত পাড়িক্কেল, রজত পাটিদার,গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কাইল জেমিসন, হার্শেল পাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ : শুবমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান(অধিনায়ক), দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, শাকিব-আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, বরুন চক্রবর্তী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন