WTC Final: "আগে আইপিএল, নাকি জাতীয় দল?" - BCCI'কে কাঠগড়ায় তুললেন ক্ষুব্ধ শাস্ত্রী

শাস্ত্রী বলেন, যদি আইপিএল অগ্রাধিকার পায় তাহলে টেস্ট চ্যাম্পিয়নশীপের মতো এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে সাফল্যের কথা ভুলে যাও।
রবি শাস্ত্রী
রবি শাস্ত্রীফাইল চিত্র - সংগৃহীত
Published on

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পুরোপুরি কোণঠাসা টিম ইন্ডিয়া। আজিঙ্কে রাহানে এবং শার্দুল ঠাকুর খাদের কিনারা থেকে দলকে কিছুটা টেনে তুললেও, ভারতের বোলার এবং টপ অর্ডার ব্যাটারদের পারফর্ম্যান্স দেখে রীতিমতো বিরক্ত প্রাক্তন ক্রিকেটাররা। প্রশ্ন উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের আগে অনুষ্ঠিত হওয়া আইপিএল নিয়ে। এই প্রশ্ন তুলে বিসিসিআই-কে এবার কাঠগড়ায় তুললেন দেশের প্রাক্তন অধিনায়ক তথা জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী

টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের প্রথম দিনে ভারতীয় বোলারদের একহাত নিয়েছিলেন শাস্ত্রী। বিশেষ করে মহম্মদ শামির ফিটনেস নিয়ে কথা বলেছিলেন তিনি। সেখানেও ছিল আইপিএল খেলার ইঙ্গিত। ধারাভাষ্য দিতে গিয়ে তিনি বলেছিলেন, "অভিজ্ঞতা থেকে টিম ইন্ডিয়া কিছুই শেখেনি। ট্রাভিসকে প্রথম ৪০ রান এমনভাবে মিষ্টির মতো দেওয়া হলো যেন দিওয়ালি চলছে। আর শামিরা, দু'মাস আইপিএল খেলে এসে হাঁটছে দেখো! যেনো দু' বছরের ক্লান্তি নিয়ে বল করছে।"

বোলারদের সমালোচনার পর দ্বিতীয় দিন ব্যাট হাতে ব্যর্থ হওয়া চেতেশ্বর পূজারাকে এক হাত নেন শাস্ত্রী। শুবমান এবং পূজারা উইকেট খোয়ানোর পর শাস্ত্রী বলেন, "দুজনেই খুব বাজে ভাবে উইকেট দিয়ে চলে গেল। শুবমানের বয়স কম, ও শিখছে। কিন্তু পূজারা। এত অভিজ্ঞ হয়েও এভাবে উইকেট দিয়ে এলো।"

এবার সরাসরি বিসিসিআই-র ওপর ক্ষোভ প্রকাশ করলেন রবি শাস্ত্রী। শাস্ত্রী বলেন, "আগে ঠিক করতে হবে কোনটা প্রাধান্য পাবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নাকি জাতীয় দল। যদি আইপিএল অগ্রাধিকার পায় তাহলে টেস্ট চ্যাম্পিয়নশীপের মতো এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে সাফল্যের কথা ভুলে যাও। যদি এখানে সফল হতে চাও, তবে আইপিএল খেলবে কিনা, তা নিয়ে ভাবতে হবে। আর সিদ্ধান্ত নিতে হবে বিসিসিআইকে। কেননা ভারতে ক্রিকেট নিয়ন্ত্রণ করে বিসিসিআই। ক্ষমতা রয়েছে ওদের হাতে। ক্রিকেটারদের চুক্তি রয়েছে ওদের হাতে।"

পাশাপাশি তিনি বলেন, "বিসিসিআই-র উচিত আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের হাতে এমন শর্ত ধরিয়ে দেওয়া যে, যদি জাতীয় দলের স্বার্থে কোনও ক্রিকেটারকে আইপিএল থেকে দূরে সরিয়ে রাখা প্রয়োজন হয়, তবে সেটা করার অধিকার থাকবে তাদের। এটা বললে চলবে না যে, ফ্র্যাঞ্চাইজি এত টাকা দিচ্ছে। ফ্র্যাঞ্চাইজি তো চাইবেই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে সব ম্যাচে খেলাতে। বিসিসিআইয়ের আগে শর্ত ধরিয়ে দেওয়া উচিত। তার পরে ফ্র্যাঞ্চাইজি ঠিক করবে কোন প্লেয়ারকে কত টাকা দেবে, না দেবে। দেশের স্বার্থে দু-একটা চুক্তির শর্ত জুড়তে অসুবিধা কোথায়?"

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in