দ্বাদশ বার বার্সেলোনা ওপেন চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল

এই মরশুমে এখনও পর্যন্ত এটাই দীর্ঘতম ম্যাচ। যে ম্যাচের প্রথম সেট শেষ হতে সময় নেয় প্রায় ১ ঘণ্টা। প্রাথমিক অবস্থায় সিতসিপাস ম্যাচের ওপর নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করলেও প্রথম সেটে নাদালের কাছে পরাস্ত হন ৬-৪এ
বার্সেলোনা ওপেন জেতার পর রাফায়েল নাদাল
বার্সেলোনা ওপেন জেতার পর রাফায়েল নাদালরাফাহলিক্স ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

গ্রীসের স্টেফানোস সিতসিপাসকে হারিয়ে দ্বাদশ বারের জন্য বার্সেলোনা ওপেন চ্যাম্পিয়ন হলেন স্পেনের রাফায়েল নাদাল। এদিন ৩ ঘণ্টা ৩৭ মিনিট ধরে চলা ম্যাচে তিনি গ্রীক প্রতিদ্বন্দ্বীকে হারান ৬-৪, ৬-৭, ৭-৫ এ। এটি নাদালের ৮৭তম এটিপি খেতাব।

এই মরশুমে এখনও পর্যন্ত এটাই দীর্ঘতম ম্যাচ। যে ম্যাচের প্রথম সেট শেষ হতে সময় নেয় প্রায় ১ ঘণ্টা। প্রাথমিক অবস্থায় সিতসিপাস ম্যাচের ওপর নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করলেও প্রথম সেটে নাদালের কাছে পরাস্ত হন ৬-৪এ। দ্বিতীয় সেটে প্রথম থেকেই চাপ বজায় রেখে সিতসিপাস ৬-৭-এ নিজের পক্ষে খেলার রাশ টানতে সক্ষম হন। যদিও শেষ সেটে ফের লড়াইতে ফেরেন নাদাল।

এদিনের ম্যাচে রাফায়েল নাদালের ২টি এস-এর পালটা ৫টি এস মারেন সিতসিপাস। গ্রীক তরুণ ৩ টি ডাবল ফল্ট করলেও নাদাল ডাবল ফল্ট করেন ৪টি। ম্যাচে ১২টির মধ্যে ৪টি ব্রেক পয়েন্ট নাদাল নিজের পক্ষে আনতে সক্ষম হলেও গ্রীক প্রতিদ্বন্দ্বী ১৩টির মধ্যে মাত্র ২টি ব্রেক পয়েন্ট নিজের পক্ষে আনতে সক্ষম হন। ৩ ঘণ্টা ৩৭ মিনিটের ম্যাচে ৭৮টি সার্ভিস পয়েন্ট জেতেন নাদাল। অন্যদিকে ৭৫টি সার্ভিস পয়েন্ট জেতেন সিতসিপাস।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in