পার্ক দেস প্রিন্সেসে বর্ণবিদ্বেষী আক্রমণ! নেইমার-রিচার্লিসনের দিকে ছোঁড়া হলো কলা

গোল করে উচ্ছ্বাস প্রকাশ করার সময় ব্রাজিল দলের দিকে ছোঁড়া হল কলা। ম্যাচের সম্প্রচারে সম্পূর্ণ দৃশ্যটি দেখা গেছে। তবে কে বা কারা এই কাজ করেছেন তা নিশ্চিত করতে পারেনি স্টেডিয়াম কর্তৃপক্ষ।
রিচার্লিসন এবং রাফিনহা
রিচার্লিসন এবং রাফিনহাছবি সংগৃহীত

‘কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের ছাড়া আমাদের জার্সিতে তারকা থাকত না’ - ব্যানারে এই কথা লিখে তিউনিশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল তিতের দল। আর সেই ম্যাচেই ফের ধরা দিল বর্ণবিদ্বেষ। গোল করে উচ্ছ্বাস প্রকাশ করার সময় ব্রাজিল দলের দিকে ছোঁড়া হল কলা। ম্যাচের সম্প্রচারে সম্পূর্ণ দৃশ্যটি দেখা গেছে। তবে কে বা কারা এই কাজ করেছেন তা নিশ্চিত করতে পারেনি স্টেডিয়াম কর্তৃপক্ষ। এই ঘটনার তীব্র নিন্দা করেছে ব্রাজিল ফুটবল সংস্থা।

প্যারিসের পার্ক দেস প্রিন্সেসে তিউনিশিয়াকে ৫-১ গোলে হারায় ব্রাজিল। এই ম্যাচে ১৯ মিনিটের মাথায় গোল করেন রিচার্লিসন। গোল করে মাঠে ডান পাশে কর্নার ফ্লাগের কাছে গিয়ে উদযাপন করেন টটেনহ্যাম হটস্পারের এই ফরোয়ার্ড। ছুটে আসেন তাঁর সতীর্থরাও। সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এই সময়ই ব্রাজিল দলের খেলোয়াড়দের তাক করে কলা ছুড়ে মারা হয়।

কয়েকদিন আগেই স্পেনের লা লিগায় বর্ণবাদী আচরণের শিকার হন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। স্পেনের ফুটবল এজেন্ট পেদ্রো ব্রাভো ভিনির গোল উদযাপনের নাচকে 'বানরের মতো নাচ'-এর সঙ্গে তুলনা করেন। এরপরেই প্রতিবাদে সরব হয়ে উঠেছিলেন কিংবদন্তী পেলে থেকে শুরু করে নেইমার জুনিয়র। ব্রাজিল ফুটবল সংস্থাও পেদ্রো ব্রাভোকে একহাত নেন।

এদিন তিউনিশিয়া ম্যাচে কলা ছুঁড়ে মারার ঘটনার পর তীব্র প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল ফুটবল সংস্থা। সে দেশের ফুটবল সংস্থার প্রধান এদনাল্দো রদ্রিগেস বলেছেন, "বর্ণবিদ্বেষের বিরুদ্ধে শুধু লড়াই নয়, গোটা পৃথিবী থেকে এই ঘটনা দূর করতে চাই আমরা। তার জন্যে অনেক কঠোর শাস্তির প্রয়োজন।"

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in