Singapore Open 2022: ওয়াং ঝি ই-কে হারিয়ে চলতি বছরের প্রথম সুপার-৫০০ খেতাব জয় সিন্ধুর
রুদ্ধশ্বাস ম্যাচে চীনা শাটলার ওয়াং ঝি ই-কে হারিয়ে 'সিঙ্গাপুর ওপেন' খেতাব জিতে নিলেন পি ভি সিন্ধু। প্রথম সেটে সিন্ধুর গর্জন, দ্বিতীয় সেটে ওয়াং ঝি ই-এর ঝড়ের পর নির্ণায়ক তৃতীয় সেটে বাজিমাৎ করেন ভারতের জোড়া অলিম্পিক্স পদক জয়ী শাটলার। রবিবাসরীয় ওম্যানস সিঙ্গলসের ফাইনালে চীনা প্রতিপক্ষকে ২১-৯, ১১-২১, ২১-১৫ ব্যবধানে হারিয়ে চলতি বছরের প্রথম সুপার-৫০০ টাইটেল নিজের নামে করে নিয়েছেন বিশ্বের সাত নম্বর ব্যাডমিন্টন তারকা।
চলতি বছরে এই নিয়ে তৃতীয় খেতাব জিতলেন সিন্ধু। এর আগে এবছর দুটি সুপার-৩০০ টাইটেল - সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল এবং সুইশ ওপেন জিতেছেন সিন্ধু। এবার জিতলেন সুপার-৫০০ টাইটেল সিঙ্গাপুর ওপেন। গতবছর টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পর এটিই হায়দরাবাদি শাটলারের সবচেয়ে বড় খেতাব জয়।
সেমিফাইনালে জাপানী তারকা সায়েনা কাওয়াকামিকে মাত্র ৩১ মিনিটেই পর্যুদস্ত করে ফাইনালে ওঠা সিন্ধু রবিবার শুরুতেই দাপট দেখাতে শুরু করেন। চীনা প্রতিপক্ষকে দাঁড়াতে না দিয়েই একতরফা ভাবে ২১-৯ ব্যবধানে প্রথম সেট জিতে নেন তিনি।
দ্বিতীয় সেটে অবশ্য দুর্দান্ত প্রত্যাবর্তন করেন ওয়াং ঝি ই। সিন্ধুর প্রথম সেটের অনুকরণে দ্বিতীয় সেটে দাপট দেখিয়ে ২১-১১ ব্যবধানে সমতা ফিরে পান চীনা তারকা। তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২১-১৫ ব্যবধানে সেট জিতে ওম্যানস সিঙ্গলসের খেতাব জিতে নেন ভারতের এক নম্বর ব্যাডমিন্টন তারকা।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

