PSG-র জয়ের ধারা অব্যাহত, ইপিএলে লিভারপুলের ড্রয়ের রাতে লা লিগায় ড্র রিয়েল মাদ্রিদেরও

ফরাসী লীগে অবশ্য অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে প্যারিস সাঁ জার্মেইন। গতরাতে মন্টপিলারকে ২-০ ব্যবধানে হারিয়ে ঘরোয়া লীগের চলতি মরশুমের ৮ ম্যাচের ৮ টিতেই জয় পেয়েছে মৌরিসিও পচেত্তিনোরা।
PSG-র জয়ের ধারা অব্যাহত, ইপিএলে লিভারপুলের ড্রয়ের রাতে লা লিগায় ড্র রিয়েল মাদ্রিদেরও
ছবি PSG-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ইংলিশ প্রিমিয়ার লীগে লিভারপুলের ড্রয়ের রাতে স্প্যানিশ লা লিগাতেও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো জায়ান্ট রিয়েল মাদ্রিদকে। তবে পয়েন্ট খোয়ালেও লীগ টেবিলের শীর্ষে রয়েছে দুই দলই। লিভারপুল ৩-৩ ব্যবধানে ড্র করেছে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে। অন্যদিকে রিয়েল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে গোল শূন্য ড্র করেছে ভিয়ারিয়েলের সাথে। ফরাসী লীগে অবশ্য অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে প্যারিস সাঁ জার্মেইন। গতরাতে মন্টপিলারকে ২-০ ব্যবধানে হারিয়ে ঘরোয়া লীগের চলতি মরশুমের ৮ ম্যাচের ৮ টিতেই জয় পেয়েছে মৌরিসিও পচেত্তিনোরা।

প্রিমিয়ার লীগে লিভারপুল বনাম বেন্টফোর্ডের ম্যাচটি শেষ হয়েছে টান টান উত্তেজনার মধ্য দিয়ে। প্রথমার্ধের ২৭ মিনিটে এথান পিন্নোকের গোলে এগিয়ে যায় বেন্টফোর্ড। ৩১ মিনিটের মাথায় জর্ডান হেন্ডারসনের পাস থেকে গোল করে লিভারপুলকে সমতা এনে দেন দিয়েগো জোটা। প্রথমার্ধে এই ফলাফল থাকার পর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে মহম্মদ সালহা এগিয়ে দেন লিভারপুলকে। তবে এই লীড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অল রেডসরা। ৬৩ মিনিটে ভিটালি জেনেট বেন্টফোর্ডের হয়ে সমতা ফেরান। অল্প সময় বাদেই ৬৭ মিনিটের মাথায় আবার এগিয়ে যায় লিভারপুল। এবার গোল করেন কার্টিস জোনস। তবে ম্যাচের ৮২ মিনিটে ইয়োনে উইজার গোলে লিভারপুলকে আটকে দেয় বেন্টফোর্ড।

স্প্যানিশ লা লিগায় গতরাতে অ্যাটলেটিকো মাদ্রিদ হেরেছে দেপোর্তিভো আলাভেসের কাছে। একইদিনে ঘরের মাঠে ভিয়ারিয়েলের কাছে আটকে গেলো কার্লো আনচেলোত্তিরা। দুই পক্ষের হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর গোল শূন্য ড্রয়ের মাধ্যমে শেষ হয়েছে ম্যাচ। অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি বেনজেমা-ভিনিসিয়াসরা।

লীগ ওয়ানে এদিন প্রথমার্ধের ১৪ মিনিটেই অ্যাঞ্জেল ডি মরিয়ার পাস থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন ইদ্রিশ্যা গুয়েই। দ্বিতীয়ার্ধের ৮৮ মিনিটে শেষ গোলটি নেইমারের পাস থেকে করেন জুলিয়ান ড্রাক্সলার।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in