

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে দ্রুত নির্বাচনের নির্দেশ দিয়েছে ক্রীড়ামন্ত্রক। তাই এআইএফএফের প্রেসিডেন্ট পদে প্রফুল প্যাটেলের মেয়াদ কার্যত শেষ হতে চলেছে। গত সপ্তাহেই প্রফুলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে ক্রীড়ামন্ত্রক। যেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে প্রফুল প্যাটেলের পদ ধরে রাখার আর কোনো অধিকার নেই। তাঁকে সরতেই হবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন