Pat Cummins: অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই পাঁচ উইকেট নিয়ে ইতিহাস রচনা প্যাট কামিন্সের

অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ফাস্ট বোলার হিসেবে অধিনায়কের দায়িত্ব নিয়ে মাঠে নামেন প্যাট কামিন্স। আর যে কীর্তি রচনা করলেন অজিদের ৪৭ তম অধিনায়ক, তাতে অজি সমর্থকদের উচ্ছ্বাসের শেষ নেই।
প্যাট কামিন্সকে ঘিরে উচ্ছ্বাস সতীর্থদের
প্যাট কামিন্সকে ঘিরে উচ্ছ্বাস সতীর্থদেরছবি ICC-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

টিম পেইনের সরে দাঁড়ানোর পর অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্বের দায় ভার তুলে দেওয়া হয় প্যাট কামিন্সের ওপর। অধিনায়ক হিসেবে ঐতিহাসিক 'অ্যাশেজ' সিরিজ থেকেই অভিযান শুরু করার কথা ছিলো কামিন্সের। আজ গাব্বায় অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ফাস্ট বোলার হিসেবে অধিনায়কের দায়িত্ব নিয়ে মাঠে নামেন প্যাট্রিক কামিন্স। গোটা ক্রিকেট বিশ্ব তাকিয়ে ছিলো কামিন্সের দিকে। আর অ্যাশেজের প্রথম টেস্টে যে কীর্তি রচনা করলেন অজিদের ৪৭ তম অধিনায়ক, তাতে অজি সমর্থকদের উচ্ছ্বাসের শেষ নেই।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে এদিন ১৪৭ রানেই গুটিয়ে গেলো ইংল্যান্ডের ইনিংস। ৫ উইকেট নিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ১৯৮২ সালে শেষবার অজি অধিনায়ক হিসেবে অ্যাশেজ টেস্টে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েছিলেন বব উইলস। দীর্ঘ ৩৯ বছর পর অ্যাসেজের প্রথম টেস্টে এই কীর্তি রচনা করলেন বিশ্বের এক নম্বর বোলার কামিন্স। গাব্বায় প্রথম ইনিংসে ১৩.১ ওভার বল করে মাত্র ৩৮ রান দিয়ে ৫ টি উইকেট নিয়েছেন অজিদের নতুন অধিনায়ক।

এখানেই শেষ নয়, কামিন্স অস্ট্রেলিয়ার মাত্র দ্বিতীয় বোলার যিনি নিজের অভিষেক টেস্টেই পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন। ১৮৯৪ সালে মেলবোর্নে শেষ অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে এই কীর্তি গড়েছিলেন জর্জ গিফেন।

টসে জিতে ব্রিসবেনের গাব্বায় ইংল্যান্ড প্রথম ব্যাট করতে নামে। শুরু থেকেই অজি পেসারদের দাপটে কোণঠাসা হয়ে পড়ে ব্রিটিশরা। মিচেল স্টার্ক অ্যাশেজের প্রথম বলেই উইকেট তুলে নেন। ররি বার্নস রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের রাস্তা দেখেন। ডেভিড মালানকে ৬ রানে এবং ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকে রানের খাতা না খুলতে দিয়েই ফেরান জশ হেজেলউড। হাসিব হামিদকে ব্যক্তিগত ২৫ রানে ফেরান কামিন্স।

বেন স্টোকস(৫), ক্রিস ওকস(২৮), অলি রবিনসন(০) ও মার্ক উড(৮)দাঁড়াতেই পারেননি কামিন্সের সামনে। অলি পোপ এবং জস বাটলার লড়াই চালিয়ে গিয়েছিলেন। তবে বাটলার ৩৯ রান এবং রবিন ৩৫ রানের বেশি করতে পারেননি। বাটলারকে ফেরান স্টার্ক এবং পোপকে ফেরান গ্রিন।

প্যাট কামিন্সকে ঘিরে উচ্ছ্বাস সতীর্থদের
The Ashes 2021-22: করোনার কঠিন বিধিনিষেধ, পার্থ থেকে সরানো হলো অ্যাসেজ সিরিজের শেষ টেস্ট

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in