Paris Olympics 24: অলিম্পিকে আর্জেন্টিনা, স্পেনের পাশাপাশি আর কোন দেশ ফুটবল খেলবে জানেন?
আগামী ২৬ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। ২৪ জুলাই থেকে শুরু হবে অলিম্পিকের ফুটবল টুর্নামেন্ট। মোট ১৬টি দল অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। দলগুলিকে অনূর্ধ্ব-২৩ স্কোয়াড পাঠাতে হয়। সাথে ৩ জন সিনিয়র দলের প্লেয়ার রাখা যেতে পারে।
অলিম্পিকে অংশ নিয়েছে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন। তবে স্পেনের দুই তরুণ তুর্কি নিকো উইলিয়ামস এবং লামিনে ইয়ামালকে রাখা হয়নি স্কোয়াড। আর্জেন্টিনার স্কোয়াডে কোন ৩ সিনিয়র ফুটবলারকে রাখা হয় তা জানা যায়নি।
১৬টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। একনজরে দেখা যাক গ্রুপ বিন্যাস -
গ্রুপ এ -
ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, গিনি এবং নিউজিল্যান্ড।
গ্রুপ বি -
আর্জেন্টিনা, মরক্কো, ইরাক এবং ইউক্রেন।
গ্রুপ সি -
স্পেন, ইজিপ্ট (মিশর), ডোমিনিকান রিপাবলিক এবং উজবেকিস্তান।
গ্রুপ ডি -
প্যারাগুয়ে, মালি, ইজরায়েল এবং জাপান।
২ আগস্ট কোয়ার্টার ফাইনালের ৩টি ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ বি-র প্রথম স্থানাধিকারী বনাম গ্রুপ এ-র দ্বিতীয় স্থানাধিকারী। দ্বিতীয় ম্যাচ হবে গ্রুপ ডি-র প্রথম স্থানাধিকারী বনাম গ্রুপ সি-র দ্বিতীয় স্থানাধিকারী। তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ সি-র প্রথম স্থানাধিকারী এবং গ্রুপ ডি-র দ্বিতীয় স্থানাধিকারী।
৩ আগস্ট কোয়ার্টার ফাইনালের ১টি ম্যাচ হবে (গ্রুপ এ-র প্রথম স্থান বনাম গ্রুপ বি-র দ্বিতীয় স্থান)।
৫ আগস্ট এবং ৬ আগস্ট অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ৮ আগস্ট তৃতীয় স্থানের ম্যাচ (ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচ) এবং ৯ আগস্ট ফাইনাল ম্যাচ।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

