Paralympics: টোকিওতে পর্দা উঠলো প্যারালিম্পিক্সের, ফ্ল্যাগ মার্চে ভারতের পতাকা নিলেন টেক চাঁদ

টোকিওতে পর্দা উঠলো প্যারালিম্পিকের। নিজেদের কৃষ্টি এবং সংস্কৃতির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের প্যারা অ্যাথেলিটদের স্বাগত জানালো জাপান। আলোর রোশনাই, আতসবাজির খেলায় মেতে উঠলো টোকিওর আকাশ।
Paralympics: টোকিওতে পর্দা উঠলো প্যারালিম্পিক্সের, ফ্ল্যাগ মার্চে ভারতের পতাকা নিলেন টেক চাঁদ
ছবি প্যারালিম্পিক ইন্ডিয়ার ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

জাপানের রাজধানী টোকিওতে পর্দা উঠলো প্যারালিম্পিকের। নিজেদের কৃষ্টি এবং সংস্কৃতির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের প্যারা অ্যাথেলিটদের স্বাগত জানালো জাপান। আলোর রোশনাই, আতসবাজির খেলায় মেতে উঠলো টোকিওর আকাশ। ভারতের হয়ে টোকিও প্যারালিম্পিকের ফ্ল্যাগ মার্চে হাঁটলেন প্যারা-জ্যাভলিন থ্রোয়ার টেক চাঁদ।

আগে থেকেই ঠিক ছিলো টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের তেরঙা পতাকা নিয়ে হাঁটলেন রিও প্যারালিম্পিক্সে সোনা জয়ী লং জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলু। তবে টোকিওতে পৌঁছে এক করোনা আক্রান্তের সংস্পর্শে আসার কারণে মারিয়াপ্পানকে রাখা হয়েছে আইসোলেশনে। সেইসঙ্গে আরও চারজন ভারতীয় অ্যাথলিটকে নিভৃতাবাসে রাখা হয়েছে। তাই উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের তেরঙা পতাকা নিয়ে হাঁটলেন জ্যাভলিন থ্রোয়ার টেক চাঁদ।

অলিম্পিকে চূড়ান্ত সাফল্যের পর প্যারালিম্পিক্সের উদ্বোধন করলো জাপান। আগামী ৫ ই সেপ্টেম্বর পর্যন্ত এই আসর চলবে টোকিওতে। মোট ১৬২ টি দেশের ৪৪০০ জন প্যারা অ্যাথেলিট এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। ভারত তাদের প্যারালিম্পিক্সের ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাথেলিট পাঠিয়েছে এবার। তাই দেশবাসী অনেক পদক জয়ের স্বপ্নও দেখা শুরু করে দিয়েছে।

আসন্ন প্যারালিম্পিকে রেকর্ড ৫৪ জন অ্যাথলিট পাঠাচ্ছে দেশ। রেকর্ড ৫৪ জন অ্যাথলিট পাঠাচ্ছে দেশ। ২০১২ সালে লন্ডনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন মাত্র ১০ জন প্রতিযোগী। সেখান থেকে মাত্র একটি রূপো দেশে এসেছিলো । ২০১৬ সালে রিওতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ১৯ জন প্রতিযোগী। রিও থেকে দুটি সোনা, একটি রূপো ও একটি ব্রোঞ্জ জিতেছিলো প্যারা অ্যাথেলিটরা। এবার টোকিওতে প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি। তাই পদক জয়ের আশাও অনেক বেশি। ভারতীয় প্যারা অ্যাথেলিটরা এবার মোট ৯ টি ইভেন্টে অংশ নেবেন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in