Paralympics: পদক জয়ের লক্ষ্যে টোকিওতে ভারতের প্যারা অ্যাথেলিটদের প্রথম দল

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাথলিটদের বাড়তি চাপ না নিয়ে একশো শতাংশ দেওয়ার জন্য বলেছেন। জাপানের রাজধানীতে প্যারালিম্পিকের আসর চলবে ৫ ই সেপ্টেম্বর পর্যন্ত।
টোকিওতে ভারতের প্যারা অ্যাথেলিটদের প্রথম দল
টোকিওতে ভারতের প্যারা অ্যাথেলিটদের প্রথম দলছবি দীপা মালিকের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

অলিম্পিকের আসর সমাপ্ত। এবার আগামী ২৪ শে আগস্ট থেকে পর্দা উঠছে প্যারালিম্পিকের। তাই পদক জয়ের লক্ষ্যে টোকিওতে পৌঁছে গেলো ভারতের প্যারা অ্যাথেলিটদের প্রথম দল। ৮ জনের এই দলের পর টোকিওর উদ্দেশ্যে রওনা দিচ্ছে ১৪ জনের আরও একটি দল।

প্যারালিম্পিকে ভারত তাদের ইতিহাসে রেকর্ড ৫৪ জন অ্যাথলিটকে পাঠাচ্ছে। তাই প্যারা অ্যাথেলিটদের কাছে অনেক পদক জয়ের স্বপ্নও দেখা শুরু করেছে দেশবাসী। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাথলিটদের বাড়তি চাপ না নিয়ে একশো শতাংশ দেওয়ার জন্য বলেছেন। জাপানের রাজধানীতে প্যারালিম্পিকের আসর চলবে ৫ ই সেপ্টেম্বর পর্যন্ত।

২০১২ সালে লন্ডনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন মাত্র ১০ জন প্রতিযোগী। সেখান থেকে মাত্র একটি রূপো দেশে এসেছিলো । ২০১৬ সালে রিওতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ১৯ জন প্রতিযোগী। রিও থেকে দুটি সোনা, একটি রূপো ও একটি ব্রোঞ্জ জিতেছিলো প্যারা অ্যাথেলিটরা। এবার টোকিওতে প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি। তাই পদক জয়ের আশাও অনেক বেশি। ভারতীয় প্যারা অ্যাথেলিটরা এবার মোট ৯ টি ইভেন্টে অংশ নেবেন।

টোকিও প্যারালিম্পিকে ভারতের হয়ে মার্চ পাস্টে দেশের পতাকা বহন করবেন লং জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলু। মারিয়াপ্পানের হাত ধরে রিও থেকে সোনা জিতেছিলো দেশ। এবারেও তাঁর হাত ধরে সোনা জয়ের আশায় তাকিয়ে আছে দেশ। সেইসঙ্গে আশার আলো দেবেন্দ্র ঝাঝারিয়া। রিওতে জ্যাভলিন থ্রোতে দেশকে সোনা এনে দিয়েছিলেন দেবেন্দ্র। ৪০ বর্ষীয় দেবেন্দ্রকে নিয়ে সোনার স্বপ্ন দেখছে আসমুদ্র হিমাচল। সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিকে ভারতকে জ্যাভলিন ছুঁড়ে সোনা এনে দিয়েছেন নীরজ চোপড়া। প্যারালিম্পিকেও এই ট্র্যাক এন্ড ফিল্ড ইভেন্ট সোনা আসার সম্ভাবনা রয়েছে দেশে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in