
প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়িটে চুরি। তাঁর পদ্মশ্রী সম্মানের স্মারক, রাষ্ট্রপতি পুরস্কার-সহ বহু মেডেল চুরি গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। শনিবার সকালে এই ঘটনাটি প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই বুলা চৌধুরীর বাড়িতে গিয়েছেন সিআইডি আধিকারিকরা এবং ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা। নমুনা সংগ্রহ করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, স্থানীয় কেউই এই কাজ করেছে। বাড়ি ফাঁকা থাকবে জানত তাঁরা।
হিন্দমোটরের দেবাইপুকুরে বুলা চৌধুরীর আদি বাড়ি। তবে বর্তমানে তাঁরা সপরিবারে থাকেন কলকাতার কসবায় ফ্ল্যাটে। তবে বাড়িটে মাঝে মাঝে গিয়ে সবকিছু দেখে আসেন তাঁর ভাই মিলন চৌধুরী। স্বাধীনতা দিবসে ছুটি ছিল মিলনের। তাই দিদির নির্দেশমতো আদি বাড়ি পরিস্কার করতে যান তিনি। কিন্তু পৌঁছেই দেখেন পিছনের দিকে থাকা গেট ভাঙা। এরপর ভেতরে ঢুকে দেখেন গোটা ঘর লণ্ডভণ্ড। চুরি গেছে বুলা চৌধুরীর জেতা বহু মূল্যবান মেডেল, স্মারক। এমনকি বাথরুমের কল, ঠাকুরের জিনিসপত্র, লক্ষ্মীর ভাঁড়ও চুরি হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ অভিযোগ জানানো হয় উত্তরপাড়া থানায়।
চুরির খবর মিলতেই আদি বাড়িতে যান বুলা চৌধুরী। গিয়েই বাড়ির পরিস্থিতি দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। বুলার অভিযোগ, এর আগেও একবার চুরির ঘটনা ঘটেছে। পুলিশে অভিযোগ দায়ের হলেও উপযুক্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কয়েকদিন পুলিশি পাহারা বসানো হয়েছিল, তারপর তুলে নেওয়া হয়েছে। ফের চুরির ঘটনা ঘটল এই বাড়িতে।
চোখে জল নিয়ে এক সংবাদসংস্থাকে বুলা চৌধুরী বলেন, “মেডেল কেন নিয়েছে? কোনও দাম পাবে না ওগুলোর। সেগুলো আমার জীবনের সম্পদ, আমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে সারা জীবনের অর্জন। SAAF গেমসে আমি যে ছয়টি স্বর্ণপদক জিতেছি এবং আমার পদ্মশ্রী ব্রোচ, সবকিছুই নিয়ে গেছে চোর। আমার বাড়ি ফাঁকা থাকে বলে প্রতিবার এটাকে টার্গেট করা হচ্ছে।”
তবে অর্জুন পুরষ্কার এবং তেনজিং নোরগে পদক চুরি যায়নি। প্রাক্তন সাঁতারু জানান, "সম্ভবত তারা (চোররা) অর্জুন পুরষ্কার এবং তেনজিং নোরগে পদক চিনতে পারেনি, কারণ এগুলি আকারে ছোট ছিল। তাই এগুলো চুরি করেনি।"
শনিবার উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল, এসিপি ৩ আলি রাজা, ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস ঘটনার তদন্ত শুরু করেন। পুলিশ সূত্রে খবর, কয়েকজন পরিচিত দুষ্কৃতীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন